বাণী
পুরুষ : কোন্ ফুলেরি মালা দিই তোমার গলে লো প্রিয়া বুলবুল গাহিয়া উঠে তব ফুলেল পরশ নিয়া॥ স্ত্রী : হাতে দিও হেনার গুছি কেশে শিরিন ফুল। কর্ণে দিও টগর কুঁড়ি অপ্রাজিতার দুল। বুন্দকলির মালা দিও নাই পেলে বকুল ফুলের সাথে হৃদয় দিতে হয় না যেন ভুল॥ পুরুষ : কোন ভূষণে রানী ও রূপের করি আরতি হয় সোনার বরণ মলিন হেরি তোমার রূপের জ্যোতি। স্ত্রী : তোমার বাহুর বাঁধন প্রিয় সেই তো গলার হার হাতে দিও মিলন রাখি খুলবে না যা আর। কানে দিও কানে কানে কথার দু’টি দুল নিত্য নূতন ভূষণ দিও প্রেমের কামনার॥ পুরুষ : কোন নামেতে ডাকি সাধ না মেটে কোনো নামে তব নাম-গানে সব কবি হার মানে ধরাধামে। স্ত্রী : সুখের দিনে সখি ব’লো সেই তো মধুর নাম দুখের দিনে বন্ধু ব’লে ডেকো অবিরাম। নিরালাতে রানী বলো শ্রবণ অভিরাম বুকে চেপে প্রিয়া ব’লো সেই তো আমার নাম॥
নাটিকাঃ ‘বিয়ে বাড়ি’