বাণী
খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা খোদায় ভুলিয়া ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা।। খোদার নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে দেশে দেশে ফেরে ভোগ বিলাসের মোহে ভুলে, হায় নিল বন্ধন কারা।। খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন দুঃখ রোগে শোকে অটল যাহারা রহিত সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কাড়িয়া লয়েছে ঈমান তাদের খোদায় হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা।।