বাণী
মাঠে আমার ফল্ল ফসল মনের ফসল কই শূন্য মনে আল্লা তোমার পানে চেয়ে রই।। আরব মরুভূমে নবীজীরে পাঠাইলে আমার মনের মরুভূমি বিফল রাখিলে, গরীব ব’লে আমি কি গো বান্দা তব নই।। চাই না যশ মান আমি চাহি না দৌলৎ, আমি চাহি শুধু — তোমার নামেরি সরবত যে যাহা চায় তুমি নাকি তারে তাহাই দাও আমার মানত পূর্ণ ক’রে পরান বাঁচাও, আমি যেন আল্লা নামের তস্বি শুধু বই।।