বাণী
মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো, এখনি যেয়ো না গো, না না না। ক্ষণিক অতিথি বিদায়ের গীতি এখনি গেয়ো না গো, না না না।। চৈতী পূর্ণিমা চাঁদের তিথি, পুষ্প পাগল এ বনবীথি, ধূলায় ছেয়ো না গো, না না না।। বলি বলি ক'রে হয়নি যা বলা, যে কথা ভরিয়াছিল বুকের তলা; সে কথা না শুনে সুন্দর অতিথি হে যেতে চেয়ো না গো, না না না।।