বাণী
ওলো বিশাখা, ওলো ললিতে, দে এই পথের ধূলি দে। যে পথে শ্যামের রথ চ’লে গেছে, দে সেই পথের ধূলি দে।। আখর : [ধুলি নয় ধুলি নয়, এ যে হরি-চন্দন ধূলি নয়, এ যে হরি-চন্দন, অঙ্গ শীতল করা। ওর ভাগ্য ভালো, রাধার চেয়ে ওর ভাগ্য ভালো — ঐ, ধূলি মাথায় তুলে দে লো।] ঐ পথের বুকে গেছে কৃষ্ণের রথ, সখী আমি কেন হই নাই ঐ ধূলি-পথ। আখর : [বধূ, চ’লে যে যেত গো আমার, হিয়ার উপর দিয়া চ’লে যে যেত আমার, সকল জনম সফল হ’ত, চ’লে যে যেত গো] অনুরাগের রজ্জু দিয়া বাঁধিতাম সে-রথে নিয়ে যেতাম সে-রথ প্রেমপথে (ওলো ললিতে) আখর : [নিয়ে যেতাম, অনুরাগ-রজ্জুতে বেঁধে, প্রেমের পথে, অনুরাগ-রজ্জুতে বেঁধে।