বাণী
সখি, সে হরি কেমন বল্। নাম শুনে যা’র এত প্রেম জাগে চোখে আনে এত জল।। সখি সে কি আসে এই পৃথিবীতে গাহি’ রাধা নাম বাঁশরিতে? যা’র অনুরাগে বিরহ-যমুনা হয়ে ওঠে চঞ্চল।। তা’রে কি নামে ডাকিলে আসে কোন্ রূপ কোন্ গুন পাইলে, সে রাধা সম ভালোবাসে? সখি শুনেছি সে নাকি কালো জ্বালে কেমনে সে এত আলো, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল।।