বাণী
সুবল সখা! এই দেখ্ এই পথে তাহার, সোনার নূপুর আছে পড়ে, বৃন্দাবনের বনমালী গেছে রে ইে পথ ধরে। হরি চন্দন গন্ধ পথে পথে পাই ঝরা ফুলে ছেয়ে আছে বনবীথি তাই। ভ্রমে ভ্রমর শ্রীচরণ-চিহ্ন ঘিরে রাঙ্গা কমল ভ্রমে, ভ্রমে শ্রীচরণ-চিহ্ন ঘিরে। ভাসে বাঁশির বেদন তার মৃদু সমীরে। তারে খুঁজবো কোথায় — সেই চোরের রাজায় খুঁজবো কোথায়? তারে খুঁজলে বনে, মনে লুকায়, চোরের রাজায় খুঁজবো কোথায়? সুবল রে — শ্রীদাম দেখেছে তারে রাখাল দলে, গোপিনীরা দেখিয়াছে যমুনা-জলে। বাঁশরি দেখেছে তারে কদম শাখায় কিশোরী দেখেছে তারে ময়ূর পাখায়। বৃন্দা এসেছে দেখে রাজা মথুরায়, যশোদানন্দ বলে কোলে সে ঘুমায়। জানি না কোথায় সে দে রে দেখায়ে দে কোথা ঘনশ্যাম কবে বুকে পাব তারে, মুখে জপি যাঁর নাম।।