বাণী
শত জনম আঁধারে আলোকে তারকা-গ্রহে লোকে লোকে প্রিয়তম! খুঁজিয়া ফিরেছি তোমারে।। স্বপন হয়ে রয়েছ নয়নে তপন হ’য়ে হৃদয়-গগনে, হেরিয়া তোমারে বিরহ-যমুনা, প্রিয়তম! দুলিয়া উঠে বারে বারে।। হে লীলা-কিশোর! ডেকেছে আমারে তোমার বাঁশি, যুগে যুগে তাই তীর্থ-পথিক ফিরি উদাসী। দেখা দাও, তবু ধরা নাহি দাও ভালোবাস ব’লে তাই কি কাঁদাও, তোমারি শুভ্র পূজার-পুষ্প প্রিয়তম! ফুটিয়া ওঠে অশ্রুধারে।।