বাণী
শ্রীকৃষ্ণ নামের তরীতে কে হবি পার কৃষ্ণ নামের তরীতে! তরাইতে পাপী পতিত মানবে এলো তরী ভব-নদীতে।। ডাকিছে আর্তজনে বাঁশির সুরে নাইয়া কানাইয়া ‘আয় আয়’ ব’লে মধুর নামের তরী টলমল দোলে আশ্রিতে পারে নিতে।। ঘন দুর্দিন-ঘেরা আঁধার সংসার নাম প্রদীপ আশার; জপ প্রেম-ভরে তাঁহারই প্রিয় নাম (তরঙ্গে) তরী ডুবিবে না আর। তাঁর নাম পারের তরী, কান্ডারি শ্রীচরণ শরণ নে রে তোরা তাঁরই নামের আলোকে যাবি রে গোলকে নাম গাহিতে গাহিতে।।