বাণী
তোমার বিনা-তারের গীতি বাজে আমার বীণা-তারে রইল তোমার ছন্দ-গাথা গাঁথা আমার কণ্ঠ-হারে।। কি কহিতে চাও হে গুণী, আমি জানি আমি শুনি কান পেতে রই তারার সাথে তাই তো দূর গগন-পারে।। পালিয়ে বেড়াও উদাস হাওয়া গোপন কথার ফুল ফুটিয়ে গো আমি তারে মালা গেঁথে লুকিয়ে রাখি বক্ষে নিয়ে গো। হয়তো তোমার কথার মালা, কাঁটার মত করবে জ্বালা সেই জ্বালাতেই জ্বলবে আমার প্রেমের শিখা অন্ধকারে।।