বাণী
আঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান গাফেলতির ঘুম ভেঙে দাও হউক নিশি অবসান॥ আল্লাহ নামের যে তক্বীরে ঝর্না বহে পাষাণ চিরে শুনি’ সে তক্বিরের আওয়াজ জাগুক আমার পাষাণ প্রাণ॥ জামাত ভারি জমবে এবার এই দুনিয়ার ঈদগাহে, মেহেদী হবেন ইমাম সেথায় রাহ্ দেখাবেন গুমরাহে। আমি যেন সেই জামাতে সামিল হতে পারি প্রাতে ডাকে আমায় শহীদ হতে সেথায় যতো নওজোয়ান॥