বাণী
চাঁদের নেশা লেগে ঢুলে নিশীথিনী। মদির হাওয়ার তালে নাচন লাগে ডালে ডালে — ঝিল্লি নূপুর পরি’ পায় নাচে কানন বিহারিণী।। নেশার ঘোর লাগে বনে পাপিয়া জাগে ‘চোখ গেল চোখ গেল’ গেয়ে ওঠে গুল-বাগে, একেলা বাতায়নে হায় জাগে বিরহিণী।। মহুয়া বকুল ফুলে মদির সুবাস ঘনায়, চাঁদের ওই মুখ মদের ছিটে লাগে কনক চাঁপায়। শান্ত হৃদয় মম দুলিছে সাগর সম, এমন রাতে সে কোথায় আমি যার অনুরাগিণী।।