ভৈরবী মিশ্র

  • আঁখি-বারি আঁখিতে থাক

    বাণী

    আঁখি-বারি আঁখিতে থাক, থাক ব্যথা হৃদয়ে।
    হারানো মোর বুকের প্রিয়া রইবে চোখে জল হয়ে।।
    	নিশি-শেষে স্বপন-প্রায়
    	নিলে তুমি চির-বিদায়,
    ব্যথাও যদি না থাকে হায়, বাঁচিব গো কি ল’য়ে।।
    	ভালোবাসার অপরাধে
    	প্রেমিক জনম জনম কাঁদে,
    কুসুমে কীট বাসা বাঁধে শত বাধা প্রণয়ে।।
    	আজকে শুধু করুণ গীতে
    	কাঁদিতে দাও দাও কাঁদিতে,
    আমার কাঁদন-নদীর স্রোতে বিরহের বাঁধ যাক ক্ষয়ে।।
    
  • আনন্দ রে আনন্দ আনন্দ আনন্দ

    বাণী

    আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ,
    দশ হাতে ঐ দশ দিকে মা ছড়িয়ে এলো আনন্দ।
    ঘরে ফেরার বাজল বাঁশি, বইছে বাতাস সুমন্দ॥
    আমার মায়ের মুখে হাসি, শরত-আলোর কিরণরাশি,
    কমল বনে উঠছে ভাসি, মায়ের গায়ের সুগন্ধ॥
    উঠলো বেজে দিগ্বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ,
    মনের আজি নাই ঠিকানা, যেন বনের কুরঙ্গ।
    দেশান্তরী ছেলেমেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে,
    শিশির নীরে এলো নেয়ে স্নিগ্ধ অকাল বসন্ত॥
    
  • আমি প্রভাতী তারা পূর্বাচলে

    বাণী

    আমি প্রভাতী তারা পূর্বাচলে
    আশা-প্রদীপ আমি নিশির শীশ-মহলে।।
    রাতের কপোলে আমি ছলছল অশ্রুর জল,
    আমি ধরণীতে হিম-কণা টলমল, নব দুর্বাদলে।।
    নব অরুণোদয়ের আমি ইঙ্গিত
    বিহগ-কণ্ঠে আমি জাগাই শুভ-সঙ্গীত।
    আমিকনক-কদম তিমির নীপ শাখায়
    আমিমধ্যমণি মালিকায়, শ্যাম গগন-গলে।।
    

  • একি সুরে (কোন্‌ সুরে) তুমি গান শুনালে

    বাণী

    একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে ভিনদেশি পাখি
    এ যে সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি।।
    		বসি’ মোর জানালা পাশে
    		কেন বুক-ভাঙা নিরাশে
    যাও ঘুম ভাঙায়ে নিতি সকরুণ সুরে ডাকি।।
    তোর ও সুরে কাঁদছে ঊষা অস্ত চাঁদের গলা ধ’রে
    ভোর-গগনের কপোল বেয়ে শিশির-অশ্রু গড়িয়ে পড়ে।
    		আমি রইতে নারি ঘরে
    		কেন প্রাণ কেমন করে
    আমার মন লাগে না কাজে, আর জলে ভরে আঁখি।।
    
  • কাহার তরে হায় নিশিদিন কাঁদে মন-প্রাণ

    বাণী

    কাহার তরে হায় নিশিদিন কাঁদে মন-প্রাণ।
    জানে শুধু সেই, জানে মোর হৃদি ব্যথা-ম্লান।।
    কমল-পাতে যেন জল, — প্রণয় তার সই
    বুলবুলি চপল দ'লে যায় লতিকা বিতান।।
    জানে শুধু সে নিতে মন, দিতে জানে না
    ছলিয়া চলে সে-মুকুল, বারণ মানে না।
    জীবন ল'য়ে সে খেলে মরণ-খেলা,
    সকালে যারে চাহে তাহে বিকালে হেলা।
    কুসুম-সমাধি রচে সে নিঠুর পাষাণ।।
    চাহি শুধু এই, — যেন সে বাসিয়া ভালো
    এমনি ব্যথা পায় সে ওগো ভগবান।।
    
  • কোন্‌ দূরে ও-কে যায় চ’লে যায়

    বাণী

    কোন্‌ দূরে ও-কে যায় চ’লে যায়, সে ফিরে ফিরে চায় করুণ চোখে।
    তার	স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায় তারে দেখেছি কোথায়
    					যেন সে-কোন্ লোকে।।
    শুনি	স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী
    তারি	বার্তা আসে নব মধু-মাসে, পলাশ আশোকে।।
    	কৃষ্ণচূড়া তার মালা লুটায় — চৈত্র-শেষে বনের ধূলায়
    	কান্না-বিধুর তার ভৈরবী সুর প্রভাতী তারায় অশ্রু ঘনায়,
    					চির-বিরহী চিনি ওকে।।
    
  • খোদার হবিব হলেন নাজেল

    বাণী

    খোদার হবিব হলেন নাজেল খোদার ঘর ঐ কাবার পাশে।
    ঝুঁকে’ প’ড়ে আর্শ কুর্‌সি, চাঁদ সূরয তাঁয় দেখতে আসে।।
    ভেঙে পড়ে মূরত মন্দির, লা’ত মানাত, শয়তানী তখ্ত,
    লা-ইলাহা ইল্লাল্লাহু’র উঠিছে তক্‌বির আকাশে।।
    খুশির মউজ তুফান তোরা দেখে যা মরুভূমে,
    কোহ-ই-তূরের পাথরে আজ বেহেশ্‌তী ফুল ফুটে’ হাসে।।
    য়্যেতিম-তারণ য়্যেতিম হয়ে এলো রে এই দুনিয়ায়,
    য়্যেতিম মানুষ-জাতির ব্যথা নৈলে বুঝ্ত না সে।।
    সূর্য ওঠে, ওঠে রে চাঁদ, মনের আঁধার যায় না তায়,
    হৃদ-গগন যে কর্‌ল রওশন্, সেই মোহাম্মদ ঐ রে হাসে।
    আপন পুণ্যের বদ্লাতে যে মাগিল মুক্তি সবার,
    উম্মতি উম্মতি ক’য়ে দেখ্ আঁখি তাঁর জলে ভাসে।।
    
  • জাগো কৃষ্ণকলি জাগো কৃষ্ণকলি

    বাণী

    	জাগো কৃষ্ণকলি, জাগো কৃষ্ণকলি।
    	মধুকরের মিনতি মানো, ডাকে জাগো বলি’,
    					বিহগ-কাকলি।।
    	তব দ্বারে বারে বারে মন-উদাসী
    	ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি,
    	ফিরে গেল ভ্রমরা মউ-পিয়াসি — 
    	অযথা বিতানে কানে কথা বলি।।
    হের	হাতের তার ফুলঝুরি ফেলে’ ধূলায়
    	উদাসী বসন্ত মাগে বিদায়,
    	দীরঘ-শ্বাস ফেলি’ ঝরা পাতায়।
    চাহে	রঙিন ঊষা তব রঙের আভাস
    তব	লাল আভায় লজ্জা পায় হিঙুল পলাশ।
    এলো	কোকিল তোমার রঙে খেল্‌তে হোলি।।
    
  • জানি জানি তুমি আসিবে ফিরে

    বাণী

    জানি জানি তুমি আসিবে ফিরে।
    আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে।।
    	নিঝুম কাননে থাকি
    	ডাকিবে গানের পাথি,
    দখিন-সমীরণ আবার বহিবে ধীরে।।
    আবার গাঙের জলে আসিবে জোয়ার
    জ্বলিবে আশায় দীপ, রবে না আঁধার।
    	তোমার পরশ লেগে
    	ঘুম মোর যাবে ভেঙে,
    একদা প্রভাতে প্রিয় আকুল নয়ন-নীরে।।
    

  • নিশীথ হয়ে আসে ভোর

    বাণী

    নিশীথ হয়ে আসে ভোর, বিদায় দেহ প্রিয় মোর।
    রজনী-গন্ধ্যার বনে হের গুঞ্জরিছে ভ্রমর।।
    হের ঐ তন্দ্রা ঢুলু ঢুল্, জড়ায়ে হাতে এলোচুল।
    বধূ যায় সিনান-ঘাটে পথে লুটায় বসন-আকুল।।
    খোল খোল বাহুর মালা, মোছ মোছ প্রিয়া আঁখি,
    শোন্ কুঞ্জ-দ্বারে তব কুহু মুহু মুহু ওঠে ডাকি’।
    হের লো, শিয়রে তব প্রদীপ হয়ে এলো ম্লান,
    দাঁড়াল রাঙা ঊষা ঐ রঙের সাগরে করি’ স্নান।
    আকাশ-অলিন্দে কাঁদে পাণ্ডুর-কপোল শশী,
    শুকতারা নিবু-নিবু ঐ, মলয়া উঠে উছসি,।
    কাঁদে রাতের আঁধার মোর বুকে মুখ রাখি’।।