মালবশ্রী মিশ্র

  • আমার নয়নে নয়ন রাখি

    বাণী

    আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন অমিয়।
    আছে এ আঁখিতে উষ্ণ আঁখি-জল মধুর সুধা নাই পরান-প্রিয়।।
    	ওগো ও শিল্পী, গলাইয়া মোরে
    	গড়িতে চাহ কোন মানস-প্রতিমারে,
    ওগো ও পূজারি, কেন এ আরতি জাগাতে পাষাণ- প্রণয়-দেবতারে।
    এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ ওগো প্রেমাষ্পদ, পিও গো পিও।।
    	আমারে কর গুণী, তোমার বীণা
    	কাঁদিব সুরে সুরে, কণ্ঠ-লীনা
    	আমার মুখের মুকুরে কবি
    হেরিতে চাহ মোরে কর গো চন্দন তপ্ত তনু তব শীতল করিও ।। ১
    

    ১. এই অনুচ্ছেদটি গ্রামোফোন রেকর্ডে গাওয়া হয়নি।

  • আমি অলস উদাস আন্‌মনা

    বাণী

    আমি	অলস উদাস আন্‌মনা।
    আমি	সাঁঝ-আকাশে শান্ত নিথর রঙীন্ মেঘের আল্‌পনা।।
    		অলস যেমন বনের ছায়া
    		নীড়ের পাখি শ্রান্ত-কায়া,
    	যেমন অলস তৃণের মুখে ভোরের শিশির হিম-কণা।।
    	নদীর তীরে অলস রাখাল একলা ব’সে রয় যেমন,
    	তেমনি অলস উদাস আমি রই ব’সে রই অকারণ।
    		যেমন অলস দীঘির জলে
    		থির হ’য়ে রয় কমল-দলে,
    	নিতল ঘুমে স্বপন সম অলস আমি কল্পনা।।
    
  • ঝুমকো-লতার চিকন পাতায়

    বাণী

    ঝুমকো-লতার চিকন পাতায়
    হেরেছি তোমার লাবনি প্রিয়া।
    মহুয়া-ফুলের মদির গন্ধে
    তোমারই মুখ-মদের অমিয়া।।
    শুকতারায় তব নয়নের মায়া,
    তমাল-বনে তারি স্নিগ্ধ-ঘন-ছায়া।
    তাল পিয়ালে হেরি দীঘল তনু তব,
    ইহুদী দুল্ দুলে শশী-লেখায় নব।।
    ডালিম-দানাতে তব গালের লালী,
    তোমারি সুরে গাহে পিয়া-পাপিয়া।।