বাণী
গাহ নাম অবিরাম কৃষ্ণনাম কৃষ্ণনাম। মহাকাল যে নামের করে প্রাণায়াম।। যে নামের গুণে কংস কারার খোলে দ্বার। বসুদেব যে নামে যমুনা হ’ল পার। যে নাম মায়ায় হল তীর্থ ব্রজধাম।। দেবকীর বুকের পাষাণ গলে, যে নাম দোলে যশোদার কোলে। যে নাম লয়ে কাঁদে রাই রসময়ী, কুরুক্ষেত্রে যে নামে হল পান্ডব জয়ী। গোলকে নারায়ণ, ভূলোকে রাধাশ্যাম।।