বাণী
কে নিবি ফুল, কে নিবি ফুল — টগর যূথী, বেলা মালতী চাঁপা, গোলাপ, বকুল, নার্গিস ইরানি-গুল।। আমার যৌবন-বাগানে হাওয়া লেগেছে ফুল-জাগানে, চ'লে যেতে ঢ'লে পড়ি, খুলে পড়ে এলো চুল; তনু-মন আকুল আঁখি ঢুলুঢুল্।। (ওগো) ফুটেছে এত ফুল, ফুলমালী কই? গাঁথিবে মালা কবে? সেই আশে রই; এ মালা দেব কা'রে ভেবে সারা হই, সহিতে পারি না এ ফুল-ঝামেলা, চামেলি-পারুল।।