বাণী
তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে। তবু মুখপানে প্রিয় চাহ মুখ তুলে।। দেখি সে-দিনের সম, ওগো ভুলে-যাওয়া স্মৃতি মম তব ও-নয়নে আজো ওঠে কি-না দুলে।। ওগো ভুল ক’রে আসিয়াছি, জানি ভুলেছ, তুমিও তবু ক্ষণেকের তরে সে-ভুল ভেঙো না প্রিয়। তীর্থে এসেছি মম দেবীর দেউলে।। তোমার মাধবী-রাতে, আসিনি আমি কাঁদাতে কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে।।