বাণী
যে অবহেলা দিয়ে মোরে করিল পাষাণ। সখি কেন কেঁদে ওঠে তারি তরে মোর প্রাণ।। যে ফুল ফুটায়ে তার মধু নিল না মোরে ধরার ধূলিতে এনে ধরা দিল না, কেন তার তরে বুকে এত জাগে অভিমান।। মোর প্রেম-অঞ্জলি সে যত যায় দলি’ তারে তত জড়াতে চাই, শ্যাম-সুন্দর বলি’, চাঁদ সে যে আকাশের সে ধরা দেয় না তবু চকোরীর ভুল হয় নাকো অবসান।।