বাণী
আল্লাজী গো, আমি বুঝি না রে তোমার খেলা। তাই দুঃখ পেলে ভাবি — বুঝি হানিলে হেলা।। কুমার যখন হাঁড়ি গড়ে, কাঁদে মাটি — ভাবে, কেন পোড়ায় আমায় চড়িয়ে ভাটি; ফুলদানি হয় পোড় খেয়ে সেই মাটির ঢেলা।। মা শিশুরে ধোয়ায় মোছায়, শিশু ভাবে — ছাড়া পেলে, মা ফেলে সে পালিয়ে যাবে। মোরা, দোষ করে তাই দুষি তোমায় সারা বেলা।। আমরা তোমার বান্দা, খোদা তুমি জানো — কেন হাসাও, কেন কাঁদাও, আঘাত হানো। যে গড়তে জানে তাঁরই সাজে ভেঙে ফেলা।।