বাণী
এলো রে শ্রী দুর্গা শ্রী আদ্যাশক্তি মাতৃরূপে পৃথিবীতে এলো রে গভীর স্নেহরস ধারায় কল্যাণ কৃপা করুণায় স্নিগ্ধ করিতে॥ উর্ধ্বে উড়ে যায় শান্তির পতাকা শুভ্র শান্ত মেঘ আনন্দ বলাকা মমতার অমৃত লয়ে শ্যামা, মা হয়ে এলো রে সকলের দুঃখ দৈন্য হরিতে॥ প্রতি হৃদয়ের শতদলে শ্রীচরণ ফেলে বন্ধন কারার দুয়ার ঠেলে। এলো রে দশভুজা সর্বমঙ্গলা মা হয়ে দুর্বলে দুর্জয় করিতে নিরন্নে অন্ন দিতে॥