যোগিয়া

  • ওরে ও-স্রোতের ফুল

    বাণী

    ওরে ও-স্রোতের ফুল!
    ভেসে ভেসে হায় এলি অসহায় কোথায় পথ-বেভুল।।
    	কোল্ খালি ক’রে কোন্ লতিকার
    	নিভাইয়া নয়নের জ্যোতি কা’র,
    বনের কুকুম অকূল পাথারে খুঁজিয়া ফিরিস্ কূল।।
    ভবনের স্নেহ নারিল রাখিতে ঠেলে ফেলে দিল যা’রে,
    সারা ভুবনের স্নেহ কি কখনো তাহারে ধরিতে পারে।
    	জল নয়, তোর জননী যে ভুঁই
    	অভিমানী! সেথা চল্ ফিরে তুই,
    ধূলিতেও যদি ঝরিস্ সেথায় স্বর্গ সেই অতুল।।
    
  • কেন গো যোগিনী বিধুর অভিমানে

    বাণী

    কেন গো যোগিনী! বিধুর অভিমানে।
    যৌবনে মগন গভীর ধ্যানে।।
    হের গো কুসুম ঝরিয়া পায়ে,
    চাহিয়া রহে ধরণীর পানে।।
    
  • জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী

    বাণী

    জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো,
    তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো।।
    	বরষ বরষ কৃথা কেঁদে যাই
    	কৃথাই মা তোর আগমনী গাই
    সেই কবে মা আসিলি ত্রেতায় আর আসিলি না গো।।
    কোটী নয়নের নীল পদ্ম মা ছিঁড়িয়া দিলাম চরণে তোর,
    জাগিলিনে তুই, এলিনে ধরায় মা কবে হয় হেন কঠোর।
    	দশ ভুজে দশ গ্রহরণ ধরি’
    	আয় মা দশ দিক আলো করি’
    দশ হাতে আন্‌ কল্যাণ ভরি’ নিশীথ-শেষে ঊষা গো।।
    
  • দূর প্রবাসে প্রাণ কাঁদে আজ

    বাণী

    দূর প্রবাসে প্রাণ কাঁদে আজ শরতের ভোর হাওয়ায়।
    শিশির-ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়।।
    সন্ধ্যা বেলার পাখির সম মন উড়ে যায় নীড়-পানে।
    নয়ন-জলের মালা গাঁথে বিরহিণী এক্‌লা, হায়।।
    কোন্ সুদূরে নওবতে কার বাজে সানাই যোগিয়ায়।
    টলমল টলিছে মন কমল-পাতে শিশির-প্রায়।।
    ফেরেনি আজ ঘরে কে হায় ঘরে যে আর ফিরবে না।
    কেঁদে কেঁদে তারেই যেন ডাকে বাঁশি, ‘ফিরে আয়’।।
    
  • সাজিয়াছ যোগী বল কার লাগি

    বাণী

    সাজিয়াছ যোগী বল কার লাগি’
    		তরুণ বিবাগী
    	হের তব পায়ে
    	কাঁদিছে লুটায়ে
    নিখিলের প্রিয়া তব প্রেম মাগি’
    		তরুণ বিবাগী।।
    ফাল্গুন কাঁদে
    দুয়ারে বিষাদে
    	‌খোলো দ্বার খোলো!
    	যোগী, যোগ ভোলো!
    	এত গীত হাসি
    	সব আজি বাসি,
    উদাসী গো জাগো! নব অনুরাগে
    		জাগো অনুরাগী
    		তরুণ বিবাগী।।