বাণী
কা’বার জিয়ারতে তুমি কে যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজীর রওজায়।। হাজিদের ঐ যাত্রা-পথে দাঁড়িয়ে আছি সকাল হ’তে, কেঁদে’ বলি, কেউ যদি মোর সালাম নিয়ে যায়।। পঙ্গু আমি, আরব সাগর লঙ্ঘি কেমন ক’রে, তাই নিশিদিন কাবা যাওয়ার পথে থাকি প’ড়ে। বলি, ওরে দরিয়ার ঢেউ মোর সালাম নিয়ে গেল না কেউ, তুই দিস্ মোর সালামখানি মরুর ‘লু’-হাওয়ায়।।