বাণী
তুমি আমারে কাঁদাও নিজেরে আড়াল রাখি', তুমি চাও আমি নিশি-দিন যেন তব নাম ধরে ডাকি।। হে লীলা-বিলাসী অন্তরতম, অন্তর-মধু চাও বুঝি মম গোপনে করিতে পান, ওগো বঁধু, অন্তরালে সে থাকি।। বিরহ তোমার ছল, কেন নাহি বুঝি! আমাতে রহিয়া কাঁদাও আমারে তবু কেন মরি খুঁজি'। ভুলিয়া থাকি সুখের মোহে তাই বুঝি প্রিয় কাঁদাও বিরহে — বন্ধু, ওগো বন্ধু; তুমি অন্তরে এলে রাজ-সমারোহে নয়নেরে দিয়ে ফাঁকি।।