বাণী
আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে, তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী! আমায় যারা ভালবাসে বন্ধু ব’লে বক্ষে ধরে, - তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!! আমার আপমান করে যে মাগো তোরই ইচ্ছা সে যে আমায় যারা যায় মা ত্যেজে যারা আমার আসে ঘরে, তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী॥ আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা; দুঃখ যা পাই তোরই সে দান, মাগো সবই তোর মহিমা! তাই পায়ে কেহ দলে যবে হেসে সয়ে যাই নীরবে, কে কারে দুখ্ দেয় মা কবে তোর আদেশ না পেলে পরে তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!