তেওড়া

  • মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা

    বাণী

    মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা।
    পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক-পালিকা।।
    	মহাকালি মহাসরস্বতী,
    	মহালক্ষ্মী তুমি ভগবতী
    তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা।।
    কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র মা মহামায়া তব মায়ায়,
    সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব-প্রায়।
    	অচিন্ত্য পরমাত্মারূপিণী,
    	সুর-নর চরাচর-প্রসবিনী।
    নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল চন্ডিকা।
    নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল সাধিকা।।
    
  • মা খড়গ নিয়ে মাতিস রণে

    বাণী

    (মা)		খড়গ নিয়ে মাতিস রণে নয়ন দিয়ে বহে ধারা (মা)
    (এমন)	একাধারে নিষ্ঠুরতা কৃপা তোরই সাজে তারা।।
    			তোর করে অসুর-মুন্ডরাশি
    			অধরে না ধরে হাসি
    		জানিস্ মরলে তোর আঘাতে তোরই কোলে যাবে তারা।।
    		মা দুই হাতে তোর বর ও অভয় আর দু’হাতে মুন্ড অসি,
    		ললাটে তোর পূর্ণিমা-চাঁদ, কেশে কৃষ্ণা চতুর্দ্দশী।
    			জননী-প্রায় আঘাত করে
    			দিস্ মা দোলা বক্ষে ধ’রে
    		পাপ-মুক্ত করার ছলে অসুর বধিস ভব-তারা।।
    
  • মানবতাহীন ভারত শ্মশানে

    বাণী

    মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা হে পরমেশ।
    কি হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি মানুষ মেষ।।
    		কলের পুতুল এরা প্রাণহীন
    		পাষাণ আত্মা বিশ্বাসহীন,
    নিজেরে ইহারা চিনে না জানে না, কেমনে চিনিবে নিজের দেশ।।
    		ভারত শ্মশানে ফেরে প্রেতপাল,
    		নর নাই, শুধু নর-কঙ্কাল;
    এই চির অভিশপ্তের মাঝে জাগাও হে প্রভু প্রাণের রেশ।।
    		ভায়ে ভায়ে হেথা নাহি প্রেমবোধ,
    		কেবলি কলহ, কেবলি বিরোধ;
    হে দেশ-বিধাতা, দূর কর এই লজ্জা ও গ্লানি, এ দীন বেশ।।
    
  • রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরষা এলো

    বাণী

    রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরষা এলো
    আমারি আশালতা সজল হলো॥
    কুসুম কলি মুঞ্জরিল
    বিরহী লতিকা সহসা ফুটিল
    মন এলোমেলো মেদুর ছাইলো॥
    
  • হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর

    বাণী

    হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই।
    এক বৃন্তে দু’টি কুসুম এক ভারতে ঠাঁই॥
    সৃষ্টি যাঁর মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তাঁরি
    মোরা বিবাদ ক’রে খোদার উপর করি যে খোদকারি।
    শাস্তি এত আজ আমাদের হীন-দশা এই তাই॥
    দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে
    বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে।
    দুই জনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে —
    সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে
    চাঁদ সুরুযের আলো কেহ কম-বেশি কি পাই
    বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই॥