ঠুংরী

  • বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে

    বাণী

    বঁধু, তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে।
    তাই যত কাছে পাই তত এ হিয়ায় কি যেন অভাব রহে।।
    	বারে বারে মোরা কত সে ভুবনে আসি
    	দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি,
    দলিয়া সহসা মিলনের সেই মালা (কেন) চলিয়া গিয়াছি দোঁহে।।
    আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতার।
    শুধু চেয়ে থাকি, কেঁদে কেঁদে ডাকি, চাঁদ আর পারাবার
    		যেন চাঁদ আর পারাবার।
    	মোদের জীবন-মঞ্জরি দুটি হায়!
    	শতবার ফোটে শতবার ঝ'রে যায়;
    আমি কাদি ব্রজে (বঁধু), তুমি কাঁদ মথুরায়, মাঝে অপার যমুনা বহে।।
    

  • বরণ করেছি তারে সই

    বাণী

    বরণ করেছি তারে সই বারণ ক’রো না
    মরম সঁপেছি তারে নিতে মরণ যাতনা।।
    	গোপনে সঁপেছি মন
    	গোপনে করি যতন,
    কাঁদে প্রাণ তারি তরে, মিলিতে বাসনা।।
    
  • ভোরের হাওয়া এলে

    বাণী

    ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
    		চুম হেনে নয়ন-পাতে।
    ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা
    		গুণ্ঠিতারে শুনাতে॥
    হিম-শিশিরে মাজি’ তনুখানি
    ফুল-অঞ্জলি আন ভরি’ দুই পাণি,
    ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি
    		বিশ্ব-সুষমা সভাতে॥
    
  • রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে

    বাণী

    রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে
    ফিরায়ে দিয়াছি যারে অনাদরে অকারণে।
    উদাসী অলস দুপুরে
    মন উড়ে' যেতে চায় সুদূরে
    যে বন-পথে সে ভিখারির বেশে
    করুণা জাগায়ে ছিল সকরুণ নয়নে।।
    তার বুকে ছিল তৃষ্ণা মোর ঘটে ছিল বারি
    পিয়াসি ফটিকজল জল পাইল না গো
    ঢলিয়া পড়িল হায় জলদ নেহারি।
    তার অহ্জলির ফুল পথ-ধূলিতে
    ছড়ায়েছি-সেই ব্যথা নারি ভুলিতে
    অন্তরালে যারে রাখিনু চিরদিন
    অন্তর জুড়িয়া কেন কাঁদে সে গোপনে।।
    
  • সখি আর অভিমান জানাব না

    বাণী

    সখি আর অভিমান জানাব না বাস্‌ব ভালো নীরবে।
    যে চোখের জলে গল্‌ল না, (তার) মুখের কথায় কি হবে॥
    অন্তর্যামী হয়ে অন্তরে মোর
    	দিবা-নিশি রহে যে চিত-চোর,
    অন্তরে মোর কোন্ সে-ব্যথা বোঝে না সে, কে ক’বে॥
    সখি এবার আমার প্রেম নিবেদন গোপনে,
    সূর্যমুখী চাহে যেমন তপনে।
    	কুমুদিনী চাঁদে ভালোবাসে
    	তাই চিরদিন অশ্রুর সায়রে ভাসে,
    চির জীবন জানি কাঁদিতে হবে তাহারে চেয়েছি যবে॥
    ১. শেষ পাঁচ পঙক্তির পাঠ্যন্তর :
    সখি	এবার আমার প্রেম বিবেদন আপন মনে গোপনে,
    	সূর্যমুখী চাহে যেমন চাওয়ার নেশা তপনে।
    	কুমুদিনী চাঁদে ভালোবাসে
    	তাই সে অশ্রু সায়রে ভাসে,
    	হাজার জনম কাঁদিতে হইবে তাহারে চেয়েছি যবে॥
    
  • স্বপনে এসো নিরজনে

    বাণী

    (প্রিয়া) স্বপনে এসো নিরজনে।
    (প্রিয়া) আধো রাতে চাঁদের সনে।।
    	রহিব যখন মগন ঘুমে
    	যেয়ো নীরবে নয়ন চুমে’,
    মধুকর আসে যেমন গোপনে মল্লিকা চামেলি বনে।।
    	বাতায়নে চাঁপার ডালে
    	এসো কুসুম হয়ে নিশীথ কালে,
    ভীরু কপোতী সম এসো হৃদয়ে মম বাহুর মালা হয়ে বাসর শয়নে।।