ফের্‌তা

  • হোরি খেলে নন্দলালা

    বাণী

    হোরি খেলে নন্দলালা
    প্রেমের রঙে মাতোয়ালা॥
    বিশ্বরাধা সে সাথে রঙে খেলায় মাতে
    রঙে ত্রিভুবন ছায় রাঙা আলোক আবির ছড়ায়
    	হোরি রবি-শশী থালা॥
    আজি বনে বনে মনে মনে হোরি
    মনের মরুতে লতায় তরুতে রাঙা ফুল ফোটে মরি মরি।
    আজি প্রাণে প্রাণে ফুল দোল
    দোল পূর্ণিমা রাতি রাঙা ফুল তারা বাতি
    	ধরণীতে আকাশে জ্বালা॥
    
  • হোরির রঙ লাগে আজি গোপিনীর তনু মনে

    বাণী

    হোরির রঙ লাগে আজি গোপিনীর তনু মনে।
    অনুরাগে-রাঙা গোরীর বিধু-বদনে॥
    ফাগের লালী আনিল কে,
    কাজল-কালো চোখে
    কামনা-আবির ঝরে রাঙা নয়নে॥
    অশোক রঙন ফুলের আভা জাগে ডালিম-ফুলী গালে,
    নাচিছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে।
    তাম্বুলীরাঙা ঠোঁটে ফাগুনের ভাষা ফোটে,
    (তার) প্রাণের খুশির রং লেগেছে রাঙা বসনে॥