ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়
বাণী
ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায় মলয়া মিনতি করে তবু কুসুম শুকায়॥ রবে না এ মধুরাতি জানি তবু মালা গাঁথি মালা চলিতে দলিয়া যাবে তবু চরণে জড়ায়॥ যে কাঁটার জ্বালা সয়ে উঠে ব্যথা ফুল হয়ে আমি কাঁদিব সে-কাঁটা লয়ে নিশীথ বেলায়॥ নীরবে রবে যবে পরবাসে আমি দূর নীল আকাশে জাগিব তোমারি আশে নূতন তারায়॥
বৈতালিক
ছিটাইয়া ঝাল নুন এলো ফাল্গুন মাস
বাণী
ছিটাইয়া ঝাল নুন এলো ফাল্গুন মাস কাঁচা বুকে ধরে ঘুণ, শ্বাস ওঠে ফোঁস ফাঁস।। শিমুল ফুলের মত ফটাফট্ ফাটে হিয়া প্রেম-তুলো বের হয়ে পড়ে গো ছড়াইয়া, সবে বালিশ ধরিয়া করে ছটপট হাঁসফাঁস।। চিবুতে সজ্’নে খাড়া সজনীরা ভুলে যায়, আনাগোনা করে প্রেম পরানের দরজায়, হৃদয়ের ইঞ্জিনে গ্যাস্ ওঠে ভোঁস ভাঁস।। কচি আম-ঝোল-টক খাইয়া গিন্নি মায় বৌঝির সাথে করে টক্ষাই টক্ষাই। আইবুড়ো আইবুড়ি জল গেলে ছ’ গেলাস।। বিরহিণীদের আঁখি-কলসি হয়েছে ফুটো, গাধাও আজ গাহে গান ফেলিয়া ঘাসের মুঠো, নোনা-পাকা মন বলে, কবে আসে তালশাঁস।।
- শুরু
- পূর্ববর্তী
- 1
- 2
- পরবর্তী
- শেষ