ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি
বাণী
ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’। ভোল মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি।। এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়, খুঁজিতে এসেছি তাই সেই পুরানো দিনগুলি।। তুমি যে গেছ ভুলে – ছিল না আমার মনে, তাই আসিয়াছি তব বেড়া–দেওয়া ফুলবনে। গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি’— আজও সেথা গাহে গান আমার পোষা বুলবুলি।।
ভাঙা মন (আর) জোড়া নাহি যায়
বাণী
ভাঙা মন (আর) জোড়া নাহি যায় ওগো ঝরা ফুল আর ফেরে না শাখায়।। শীতের হাওয়ায় তুষার হয়ে গলি' খরতাপে বারি যায় ব'য়ে গলে নাক' আর হৃদয়-তুষার এ উষ্ণ ছোঁওয়ায় ।। গাঁথি' ফুলমালা নাহি দিয়া গলে শুকালে নিঠুর তব মুঠি-তলে, হাসিবে না সে ফুল শত আঁখি-জলে আর সে শোভায়। স্রোতের সলিলে যে বাঁধ বাঁধিলে ভাঙিয়ে সে বাঁধ তোমারে ভাসায়।।
ভুলে রইলি মায়ায় এসে ভবে
বাণী
দ্বৈত : ভুলে রইলি মায়ায় এসে ভবে তুই ভুলবি ভুলের খেলা কবে॥ স্ত্রী : নিবু নিবু তোর জীবন-বাতি শেষ হলো সুখ-রাতি, পুরুষ : রাত পোহালে সুখের সাথী সঙ্গে নাহি রবি॥ স্ত্রী : যাঁর কৃপায় তুই রইলি সুখে ডাক্লি না রে তারে পুরুষ : তুই কি নিয়ে হায় তাহার কাছে যাবি পরপারে। স্ত্রী : জমালি যা তুই জীবন ভ’রে পিছু প’ড়ে রবে পুরুষ : দারাসুত লবে বিভব রতন পাপের বোঝা নাহি লবে॥ স্ত্রী : স্রোতের মতো সময যে যায় নিয়ে শরণ প্রভুর পায় পুরুষ : কৃপা-সিন্ধুর কৃপা পেলে ত’রে যাবি তুই তবে॥