ইসলামী

  • খোদার প্রেমের শরাব পিয়ে

    বাণী

    খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প’ড়ে
    ছেড়ে’ মস্‌জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধ’রে।।
    দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্‌লাতে
    চাইনে বেহেশ্‌ত্‌ খোদার কাছে নিত্য মোনাজাত ক’রে।।
    কায়েস যেমন লাইলী লাগি’ লভিল মজনু খেতাব
    যেমন ফরহাদ শিঁরির প্রেমে হ’ল দিওয়ানা বেতাব।
    বে–খুদীতে মশ্‌গুল্‌ আমি তেমনি মোর খোদার তরে।।
    

  • খোদার রহম চাহ যদি

    বাণী

    	খোদার রহম চাহ যদি নবীজীরে ধর।
    	নবীজীরে মুর্শিদ কর নবীর কলমা পড়।।
    		আল্লা যে ভাই অসীম সাগর
    		কয়জন জানে তাঁহার খবর,
    (যদি)	এ সাগরে যাবে, নবী নামের নায়ে চড়।।
    	নবীর সুপারিশ বিনা আল্লার দরবারে কেউ যেতে নাহি পারে,
    	ও ভাই আল্লা যেন সুর সেই সুরে সুমধুর বাজে নবীর বীণা তারে।
    	আল্লা নামের ঝিনুকে ভাই মুক্ত যেন নবী
    	আল্লা নামের আসমানে ভাই নবী যেন রবি,
    	প্রিয় মোহাম্মদের নামরে ভাই আল্লা তালার চাবি
    	খোদা দয়া করবেন সদা নবীরে সার কর।।
    
  • খোদার হবিব হলেন নাজেল

    বাণী

    খোদার হবিব হলেন নাজেল খোদার ঘর ঐ কাবার পাশে।
    ঝুঁকে’ প’ড়ে আর্শ কুর্‌সি, চাঁদ সূরয তাঁয় দেখতে আসে।।
    ভেঙে পড়ে মূরত মন্দির, লা’ত মানাত, শয়তানী তখ্ত,
    লা-ইলাহা ইল্লাল্লাহু’র উঠিছে তক্‌বির আকাশে।।
    খুশির মউজ তুফান তোরা দেখে যা মরুভূমে,
    কোহ-ই-তূরের পাথরে আজ বেহেশ্‌তী ফুল ফুটে’ হাসে।।
    য়্যেতিম-তারণ য়্যেতিম হয়ে এলো রে এই দুনিয়ায়,
    য়্যেতিম মানুষ-জাতির ব্যথা নৈলে বুঝ্ত না সে।।
    সূর্য ওঠে, ওঠে রে চাঁদ, মনের আঁধার যায় না তায়,
    হৃদ-গগন যে কর্‌ল রওশন্, সেই মোহাম্মদ ঐ রে হাসে।
    আপন পুণ্যের বদ্লাতে যে মাগিল মুক্তি সবার,
    উম্মতি উম্মতি ক’য়ে দেখ্ আঁখি তাঁর জলে ভাসে।।
    
  • গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়

    বাণী

    গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
    রূপে লাবেন্য মাধুরী ও শ্রীতে হুরী-পরী লাজ পায়।।
    নর নহে,নারী ইসলাম 'পরে প্রথম আনে ঈমান
    আম্মা খাদিজা জগতে সর্ব প্রথম মুসলমান।
    পুরুষের  সব গৌরব ম্লান এক এই মহিমায়।।
    নবী-নন্দিনী ফাতেমা মোদের সতী-নারীদের রানী
    যাঁর গুণ-গাথা ঘরে ঘরে প্রতি নর-নারী আজো গায়।।
    রহিমার মত মহিমা কাহার তাঁর সম সতী কেবা
    নারী নয় যেন মূর্তি ধরিয়া এসেছিল পতি-সেবা
    মোদের খাওয়ালা জতের আলা বীরত্বে গরিমায়।।
    রাজ্য শাসনে রিজিয়ার নাম ইতিহাসে অক্ষয়
    শৌর্যে সাহসে চাঁদ-সুলতানা বিশ্বের বিস্ময়
    জেবুন্নেসার তুলনা কোথায়,জ্ঞানের তপস্যায়।।
    আঁধার হেরেমে বন্দিনী হল সহসা আলোর মেয়ে
    সেইদিন হতে ইসলাম গেল গ্লানির কালিতে ছেয়ে।
    লক্ষ খালেদ আসিবে যদি এ নারীরা মুক্তি পায়।।
    
  • চল রে কাবার জিয়ারতে

    বাণী

    চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ।
    দুনিয়াদারির লেবাস খুলে পর রে হাজীর বেশ।।
    আওকাতে তোর থাকে যদি - আরফাতের ময়দান,
    	চল আরফাতের ময়দান,
    এক জামাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান। 
    মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খায়েশ।।
    যেথায় হজরত হলেন নাজেল মা আমিনার ঘরে
    খেলেছেন যার পথে-ঘাটে মক্কার শহরে, 
    	চল মক্কার শহরে।
    সেই মাঠের ধূলা মাখবি যথা নবী চরাতেন মেষ।।
    ক'রে হিজরত কায়েম হলেন মদিনায় হজরত - যে মদিনায় হজরত,
    সেই মদিনা দেখবি রে চল, মিটবে রে তোর প্রানের হসরত;
    সেথা নবীজীর ঐ রওজাতে তোর আরজি করবি পেশ।। 
    

  • চীন আরব হিন্দুস্থান নিখিল ধরাধাম

    বাণী

    চীন আরব হিন্দুস্থান নিখিল ধরাধাম।
    জানে আমায় চেনে আমায় মুসলিম আমার নাম।।
    অন্ধকারে আজান দিয়ে ভাঙনু ঘুমঘোর,
    আলোর অভিযান এনেছি রাত করেছি ভোর;
    এক সমান করেছি ভেঙে উচ্চ নীচ তামাম।।
    চেনে মোরে সাহারা গোবি দুর্গম পর্বত,
    মন্থন করেছে সাগর, আমার সিন্ধু রথ;
    বয়েছি আফ্রিকা ইউরোপ আমারই তাঞ্জাম।।
    পাক মুলুকে বসিয়েছি খোদার মসজিদ,
    জগৎ সাক্ষী পাপীদেরকে পিইয়েছি তৌহীদ্‌;
    বিরান বনে রচেছি রে হাজার নগর গ্রাম।।
    
  • ছয় লতিফার ঊর্ধ্বে আমার

    বাণী

    	ছয় লতিফার ঊর্ধ্বে আমার আরফাত ময়দান।
    	তারি মাঝে আছে কারা জানে বুজর্গান।।
    যবে	হজরতেরি নাম জপি ভাই হাজার হজের আনন্দ পাই,
    	জীবন মরণ দুই উঠে ভাই দেই সেথা কোরবান্।।
    	আমি তুর পাহাড়ে সুর শুনে ভাই প্রেমানন্দে গলি,
    	ফানাফির রসুলে আমি হেরার পথে চলি।
    	হজরতেরি কদম চুমি হিজরে আসোয়াদ
    	ইব্রাহিমের কোলে চ’ড়ে দেখি ঈদের চাঁদ,
    মোরে	খোতবা শুনাব ইমাম হয়ে জিব্রাইল কোরআন।।
    
  • জরীন হরফে লেখা

    বাণী

    	জরীন হরফে লেখা
    	রূপালি হরফে লেখা
    (নীল)	আসমানের কোরআন।
    সেথা	তারায় তারায় খোদার কালাম
    (তোরা)	পড়, রে মুসলমান
    নীল	আসমানের কোরআন।।
    	সেথা ঈদের চাঁদে লেখা
    	মোহাম্মদের ‘মীম’-এর রেখা,
    সুরুযেরই বাতি জ্বেলে’ পড়ে রেজোয়ান।।
    খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরআনের মাঝে,
    খোঁজে ফকির-দরবেশ সেই আরশ সকাল-সাঁঝে।
    	খোদার দিদার চাস রে, যদি
    	পড় এ কোরআন নিরবধি;
    খোদার নুরের রওশনীতে রাঙ রে দেহ-প্রাণ।।
    

  • জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান

    বাণী

    জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান। 
    হায় করিল জয় যে তেজ ল'য়ে দুনিয়া জাহান।। 
    যাহার তক্‌বির-ধ্বনি, তক্‌দির বদলালো দুনিয়ার
    না-ফরমানের জামানায় আনিল ফরমান খোদার,
    হায় পড়িয়া বিরান আজি সে গুল্‌-গুলিস্তান।।
    নাহি সাচ্চাই সিদ্দিকের, উমরের নাহি সে ত্যাগ আর
    নাহি আর বেলালের ঈমান, নাহি আলীর জুল্‌ফিকার,
    হায় নাহি আর সে জেহাদ-লাগি' বীর শহীদান।।
    নাহি আর বাজুতে কুওত, নাহি খালেদ, মুসা, তারেক
    নাহি বাদ্‌শাহি তখ্‌তে তাউস, ফকির আজ দুনিয়ার মালেক
    হায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
    
  • তওফিক দাও খোদা ইসলামে

    বাণী

    তওফিক দাও খোদা ইসলামে মুসলিম-জাঁহা পুনঃ হোক আবাদ।
    দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ।।
    দাও সেই হামজা সেই বীর ওলীদ
    দাও সেই উমর হারুন অল রশীদ
    দাও সেই সালাহউদ্দীন আবার পাপ দুনিয়াতে চলুক জেহাদ।।
    দাও সে রুমী সাদী হাফিজ
    সেই জামী খৈয়াম সে তবরিজ
    দাও সে আকবর সেই শাহজাহান দাও তাজমহলের স্বপ্ন সাধ।।
    দাও ভা'য়ে ভা'য়ে সেই মিলন
    সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,
    হোক বিশ্ব-মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ।।
    

  • তুমি অনেক দিলে খোদা

    বাণী

    তুমি অনেক দিলে খোদা, দিলে অশেষ নিয়ামত —
    আমি লোভী, তাইতো আমার মেটে না হসরত।।
    কেবলই পাপ করি আমি — মাফ করিতে তাই, হে স্বামী,
    দয়া করে শ্রেষ্ঠ নবীর করিলে উম্মত।
    তুমি নানান ছলে করছ পূরণ ক্ষতির খেসারত।।
    মায়ের বুকে স্তন্য দিলে, পিতার বুকে স্মেহ;
    মাঠে শস্য ফসল দিলে আরাম লাগি' গেহ।  
    ঈদের চাঁদের রং মশালে রঙীন বেহেশ্‌ত পথ দেখালে
    আখেরেরই সহায় দিলে আখেরী হজরত।
    তুমি আজান দিলে না ভুলিতে মসজিদেরই পথ।।
    
  • তুমি আশা পুরাও খোদা

    বাণী

    তুমি আশা পুরাও খোদা, সবাই যখন নিরাশ করে।
    সবাই যখন পায়ে ঠেলে, সান্ত্বনা পাই তোমায় ধ'রে।।
    দ্বারে দ্বারে হাত পাতিয়া ফিরি যখন শূন্য হাতে,
    তোমার দানের শির্‌নি তখন আসে আমায় পথ দেখাতে,
    দেখি হঠাৎ শূন্য তোমার দানে গেছে ভ'রে।।
    খোদা, তোমায় ভরসা করি' নামি যখন কোন কাজে,
    সে কাজ হাসিল হয় সহজে শত বিপদ বাধার মাঝে
    (খোদা) তোমায় ছেড়ে অন্য জনে শরণ নিলে যায় সে সরে।।
    মাঝ দরিয়ায় ডুবলে জাহাজ তোমায় যদি ডাকি
    তোমার রহম কোলে করি তীরেতে যায় রাখি
    দুখের অনল কুসুম হয়ে ফুটে ওঠে থরে থরে।।
    
  • তুমি রহিমুর রহমান

    বাণী

    	তুমি রহিমুর রহমান আমি গুণাহগার বান্দা।
    	হাত ধ’রে মোর পথ দেখাও য়্যা আল্লাহ্ আমি আন্ধা।।
    	(মোর)	সারা জীবন গেল কেটে
    		পাঁচ ভুতেরই বেগার খেটে,
    (এখন)	শেষের বেলা ঘুচাও আল্লা এই দুনিয়ার ধান্দা।।
    (আল্লা)	আমি তোমার বনের পাখি, কেন আমায় ধ’রে —
    	রাখ্‌লে মায়ার শিক্‌লি বেঁধে এই দেহ-পিঞ্জরে।
    		ব’লে এদের বাঁধা বুলি
    		আল্লা তোমায় গেছি ভুলি’,
    (এবার)	শিক্‌লি কেটে কাছে ডাকো শেষ কর এই কান্দা।।
    
  • তোমায় যেমন ক’রে ডেকেছিল

    বাণী

    (তোমায়)		যেমন ক’রে ডেকেছিল আরব মরুভূমি।
    		ওগো আমার নবী প্রিয় আল্ আরবি —
    		তেমনি ক’রে ডাকি যদি আস্‌বে না কি তুমি।।
    		যেমন	কেঁদে’ দজলা ফোরাত নদী
    			ডেকেছিল নিরবধি,
    		হে মোর মরুচারী নবুয়তধারী!
    		তেমনি ক’রে কাঁদি যদি আস্‌বে না কি তুমি।।
    		(যেমন)	মদিনা আর হেরা পাহাড়
    			জেগেছিল আশায় তোমার,
    		হে হজরত মম, হে মোর প্রিয়তম!
    		তেমনি ক’রে জাগি যদি আস্‌বে না কি তুমি।।
    			মজলুমেরা কাবা ঘরে
    			কেঁদেছিল যেমন ক’রে,
    		হে আমিনা-লালা, হে মোর কম্‌লিওয়ালা!
    		তেমনি ক’রে চাহি যদি আস্‌বে না কি তুমি।।
    
  • তোমার গরবে গরব আমার আল্লা

    বাণী

    	তোমার গরবে গরব আমার আল্লা পরম স্বামী।
    (মোর)	অন্তর বাহির জুড়িয়ে থেক যেন দিবাযামী।।
    	আমি যদি পথ ভুলি, আল্লা, হাত ধ’রে ফিরাইও
    	মোর নিবেদিত দেহ-মন-প্রাণ কবুল করিও প্রিয়,
    (তবে)	পরমাশ্রয় ছেড়ে যেন আর ধূলি পথে নাহি নামি।।
    	প্রেম যদি মোরে নাহি দাও, খোদা, পরম বিরহ দিও,
    	পাষাণ এ প্রাণ তোমার বিরহে তিলে তিলে গলাইও।
    	কোথায় দুনিয়া কোথা আখেরাতে, তুমি ছাড়া কিছু নই
    	তুমি লা-শরিক — এই বিশ্বাস চিরদিন যেন পাই,
    	রহমত দিয়া ফুল ফুটাইও ভুল যদি করি আমি।।
    
  • তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি

    বাণী

    		তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি।
    		আমার তা’তে নাই লাজ ভয় মরি কিম্বা তরি।।
    		আমার ভালো মন্দ তুমি খোদা জানো,
    (তাই)	দুখের শমন দিয়ে এমন বুকের কাছে টানো, (খোদা)
    (আমি)	দুঃখ দেখে তোমার থেকে না যেন যাই সরি’।।
    		সুখ-দুঃখ যশ নিন্দা মান ও অপমান
    		আমার ব’লে নাইতো কিছু সবই তোমার দান,
    (যত)		বাইরে আঘাত আসে তত তোমায় যেন ধরি।।
    (এই)		ফেরেববাজীর দনিয়া ভরা কেবল মায়া ফাঁকি
    (তাই)	তোমার নামের বাতি জ্বেলে বুকের কাছে রাখি,
    		ঐ নামের আঁচের আমি যেন মোমের মত ঝরি।
    খোদা		তোমার প্রেমে গ’লে যেন মোমের মত ঝরি।।
    
  • তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত

    বাণী

    তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত।
    যত চাহি তত কাঁদি, আমার মেটে না হসরত।।
    কোথায় আরব কোথায় এ হিন্দ্
    নয়নে মোর নাই তবু নিন্দ
    প্রাণে শুধু জাগে (তোমার) মদিনার ঐ পথ।।
    কে বলে তুমি গেছ চলে হাজার বছর আগে
    আছ লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে।
    মোর অন্তরের হেরা গুহায়
    আজো তোমার ডাক শোনা যায়
    জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরত —
    	হজরত তোমারি সুরত।।
    যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে
    আমার এ প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে।
    তুমি জান হে মোর স্বামী, শাফায়াৎ চাহি না আমি
    আমি শুধু তোমায় চাহি তোমার মুহব্বত
    	হজরত তোমার মুহব্বত।।
    
  • তোমার নূরের রওশনি মাখা

    বাণী

    তোমার নূরের রওশনি মাখা নিখিল ভুবন, অসীম গগন।
    তোমার অনন্ত জ্যোতির ইশারা গ্রহ-তারা-চন্দ্র-তপন।।
    	তোমার রূপের ইঙ্গিত খোদা
    	ফুটিছে বনের কুসুমে সদা,
    তোমার নূরের ঝলক হেরি’ মেঘে বিজলি চমকে যখন।।
    	প্রাণের খুশি শিশুর হাসি
    	মধুর তোমার রূপ দেয় প্রকাশি’,
    তোমার জ্যোতির সমুদ্রে খোদা আলোর ঝিনুক মোর এ দু’টি নয়ন।।
    	ধানের খেতে নদী-তরঙ্গে
    	দুলে তোমার রূপ মধুর ভঙ্গে,
    নিতি দেখা দাও হাজার রঙ্গে অরূপ নিরাকার তুমি নিরঞ্জন।।
    
  • তোমার বাণীরে করিনি গ্রহণ

    বাণী

    তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।
    মোরা	ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারি দেখানো পথ ॥
    	বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু,
    	তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু।
    	এই ধরণীর ধন-সম্ভার - সকলেরি তাহে সম অধিকার;
    	তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ ॥
    প্রভু	তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে
    	আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।
    	ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
    প্রভু	আমরা আজিকে সহ্য করিতে পারিনে’ক পর-মত ॥
    	তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
    	তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী।
    	মোরা ভুলে গিয়ে তব উদারতা
    	সার করিয়াছি ধর্মন্ধতা,
    	বেহেশ্‌ত্‌ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত ॥
    
  • তোমারি প্রকাশ মহান

    বাণী

    তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান্!
    তোমারি জ্যোতিতে রওশন্ নিশিদিন জমিন ও আস্‌মান্‌।।
    নিভিল কোটি তপন চাঁদ তোমারে খুঁজিয়া প্রভু,
    কত দাউদ ঈশা মুসা করিল তব জয়গান।।
    তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
    কত নামে পূজে তোমায় ফেরেশতা হুর পরী ইনসান্।।