কাহার্‌বা

  • আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম

    বাণী

    আজি	আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম
    তাঁর	কদম মোবারকে লাখো হাজারো সালাম।
    	তওরত ইঞ্জিলে মুসা ঈসা পয়গম্বর
    	বলেছিলেন আগাম যাঁহার আসারি খবর
    	রব্বুলে দায়ের যাঁহার দিয়েছিলেন নাম
    	সেই আহমদ মোর্তজা আজি এলেন আরব ধাম।।
    	আদমেরি পেশানিতে জ‍্যোতি ছিল যাঁর
    	যাঁর গুণে নূহ তরে গেল তুফান পাথার
    	যাঁর নূরে নমরুদের আগুন হলো ফুলহার
    	সেই মোহাম্মদ মুস্তাফা এলেন নিয়ে দীন-ইসলাম।।
    	এলেন কাবার মুক্তিদাতা মসজিদের প্রাণ,
    	শাফায়াতের তরী এলে পাপী তাপীর ত্রাণ
    	দিকে দিকে শুনি খোদার নামের আজান
    	নবীর রূপে এলো খোদার রহমতেরি জাম।।
    
  • আজি নন্দদুলালের সাথে

    বাণী

    আজি নন্দদুলালের সাথে
    	ঐ খেলে ব্রজনারী হোরি।
    কুঙ্কুম-আবির হাতে
    	দেখ, খেলে শ্যামল খেলে গোরী।।
    থালে রাঙা ফাগ,
    নয়নে রাঙা রাগ,
    ঝরিছে রাঙা সোহাগ
    	রাঙা পিচ্‌কারি ভরি।।
    পলাশ শিমুলে ডালিম ফুলে
    	রঙনে অশোকে মরি মরি।
    ফাগ-আবির ঝরে তরুলতা চরাচরে,
    	খেলে কিশোর কিশোরী।।
    
  • আজি নাহি কিছু মোর মান-অপমান ব’লে

    বাণী

    আজি নাহি কিছু মোর মান-অপমান ব’লে।
    সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥
    		মোর দেহ-প্রাণ, জাতি কুল মান,
    		লজ্জা ও গ্লানি আর অভিমান;
    (আমি) দিছি চিরতরে জলাঞ্জলি গো কালো যমুনার জলে॥
    মোরে যদি কেহ ভালোবাসে আজ জল আসে আঁখি ভ’রে।
    মোর ছল ক’রে সে যে ভালোবাসে মোর শ্যামসুন্দরে।
    মোরে		না বুঝিয়া কেহ করিলে আঘাত
    		কেঁদে বলি, ওরে ক্ষমা করো নাথ্
    বৃন্দাবনে যে প্রেম মধুর হয় আঘাত নিন্দাছলে॥
    
  • আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা

    বাণী

    আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা।
    পড় ধানী শাড়ি, মেঘ-রঙ ওড়না।।
    জলদ-তাল বাজে শ্রাবণ-মেঘে
    তরুরে জড়ায়ে দোলে বন-লতা পবন বেগে
    মনের মাঝে দোলে মিলন-বিরহ-দোলনা।।
    শান্ত আকাশে আজি বেদনা ঘনায়
    কত কি বলিতে চায় শ্রাবণ-ধারায়,
    (তার) তবু মনের কথা বলা হ'ল না।।
    তমাল-কুঞ্জে চল চল দুলিতে,
    গাহ ঝুলনের গান ব্রজ-বুলিতে,
    আজি আসে মনে বৃন্দাবনের তুলনা।।
    
  • আজি বাদল বঁধূ এলো শ্রাবণ-সাঁঝে

    বাণী

    আজি বাদল বঁধূ এলো শ্রাবণ-সাঁঝে —
    নীপের দীপ ঢাকি’ আঁচল ভাঁজে।।
    	জ্বালি’ হেনার ধুনা
    	যাচি’ কার করুণা
    বন-তুলসী তলে এলে পূজারিণী সাজে।।
    সেদিন এমনি সাঁঝে মোর বেদীর মূলে
    প্রিয়া জ্বালিলে এ দীপ, তাহা গেছ কি ভুলে?
    	সেই সন্ধ্যা-স্মৃতি
    	সে যে করুণ গীতি,
    দূরে দাদুরি আনে বহি’ মরম মাঝে।।
    
  • আজি মিলন বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা

    বাণী

    পুরুষ	:	আজি মিলন বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা।
    স্ত্রী	:	কত জনম অভিসারে শেষে প্রিয় পেয়েছি তব দিশা।।
    পুরুষ	:	সহকার-তরু হের দোলে মালতী লতায় লয়ে বুকে,
    স্ত্রী	:	মাধবী কাঁকন পরি' দেওদার তরু দোলে সুখে।
    পুরুষ	:	হায় প্রাণ কানায় কানায় আজি পুরে
    স্ত্রী	:	প্রাণ কানায় কানায় আজি পুরে
    পুরুষ	:	হিয়া আবেশে পুলক মিশা
    স্ত্রী	:	হিয়া আবেশ পুলক মিশা।।
    পুরুষ	:	শরাব রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি
    স্ত্রী	:	চাঁদে ও তারাতে আজি মিলনের মাতামাতি
    পুরুষ	:	হের জোয়া উতলা সিন্ধু পূর্ণিমা চাঁদের পেয়ে'
    স্ত্রী	:	কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে-মনে ওঠে ছেয়ে।
    পুরুষ	:	আজি মিলন-ঘন মেঘলোকে
    স্ত্রী	:	আজি মিলন-ঘন মেঘলোকে
    পুরুষ	:	প্রিয়া মিটিবে মরু-তৃষা
    স্ত্রী	:	প্রিয় মিটিবে মরু-তৃষা।।
    দ্বৈত	:	প্রিয় মিটিবে মরু-তৃষা।।
    
  • আঁধার মনের মিনারে মোর

    বাণী

    আঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান
    গাফেলতির ঘুম ভেঙে দাও হউক নিশি অবসান॥
    	আল্লাহ নামের যে তক্‌বীরে
    	ঝর্না বহে পাষাণ চিরে
    শুনি’ সে তক্‌বিরের আওয়াজ জাগুক আমার পাষাণ প্রাণ॥
    জামাত ভারি জমবে এবার এই দুনিয়ার ঈদগাহে,
    মেহেদী হবেন ইমাম সেথায় রাহ্ দেখাবেন গুমরাহে।
    	আমি যেন সেই জামাতে
    	সামিল হতে পারি প্রাতে
    ডাকে আমায় শহীদ হতে সেথায় যতো নওজোয়ান॥
    
  • আঁধার রাতে দেবতা মোর

    বাণী

    আঁধার রাতে দেবতা মোর এসে গেছে চ’লে
    রেখে গেছে চরণ-চিহ্ন শূন্য গৃহ-তলে।।
    	জেগে দেখি বুকের কাছে
    	পূজার মালা প’ড়ে আছে
    ফেলে গেছে মালাখানি বুঝি খানিক প’রে গলে।।
    তার অঙ্গের সুবাস ভাসে মন্দির-অঙ্গনে,
    তাহার ছোঁওয়া লেগে আছে কুমকুম-চন্দনে।
    	অপূর্ণ মোর প্রণামখানি
    	দেবো কবে নাহি জানি,
    সে আস্‌বে বুঝি বাসনা-ধূপ পুড়িয়া শেষ হলে’।।
    
  • আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে

    বাণী

    আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে
    			তুমি ধূসর সন্ধ্যা।
    তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই
    			রজনীগন্ধা?
    গোধূলির রং সম তব মুখ, হায়!
    তরুণ হাসি কেন চকিতে মিলায়?
    সহসা মহুয়া বনে চঞ্চল বায়
    			হ’ল নিথর সুমন্দা।।
    বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু;
    মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু।
    তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের,
    পথ-হারা পাখি তুমি দূর বিদেশের,
    স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা।।
    
  • আধো রাতে যদি ঘুম ভেঙে যায়

    বাণী

    	আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়
    	মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিও।।
    		সুরের ডুরিতে জপমালা সম
    		তব নাম গাঁথা ছিল প্রিয়তম,
    	দুয়ারে ভিখারি গাহিলে সে গান, তুমি ফিরে না চাহিও।।
    	অভিশাপ দিও, বকুল-কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে,
    	চরণে দলিও সেই যুঁই গাছে আর যদি ফুল ফোটে।
    		মোর স্মৃতি আছে যা কিছু যেথায়
    		যেন তাহা চির-তরে মুছে যায়,
    (মোর)	যে ছবি ভাঙিয়া ফেলেছ ধূলায় (তারে) আর তু’লে নাহি নিও।।
    
  • আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

    বাণী

    আধো আধো বোল্ লাজে-বাধো-বাধো বোল
    				ব’লো কানে কানে।
    যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল
    				ব’লো কানে কানে।।
    যে কথার কলি সখি আজও ফুটিল না, হায়
    শরমে মরম-পাতে দোলে আন্‌মনা, হায়
    যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল
    				ব’লো কানে কানে।।
    যে কথা লুকায়ে থাকে লাজ-নত চোখে
    না বলিতে যে কথাটি জানাজানি লোকে
    যে কথাটি ধ’রে রাখে অধরের কোল
    লুকিয়ে ব’লো নিরালায় থামিলে কলরোল।
    যে কথাটি বলিতে চাও বেশভূষার ছলে
    যে কথা দেয় ব’লে তব তনু পলে পলে
    যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল্ —
    				ব’লো কানে কানে।।
    

  • আনন্দ-দুলালী ব্রজ-বালার সনে

    বাণী

    আনন্দ-দুলালী ব্রজ-বালার সনে
    			নন্দ-দুলাল খেলে হোলি!
    রঙের মাতন লেগে যেন শ্যামল মেঘে
    			খেলেছে রাঙা বিজলি।।
    রাঙা মুঠি-ভরা রাঙা আবির-রেণু
    রাঙিল পীত-ধড়া শিখি-পাখা বেণু
    			রাঙিল শাড়ি কাঁচলি।।
    লচকিয়া আসে মুচকিয়া হাসে
    মারে আবির পিচকারি,
    চাঁদের হাট তোরা দেখে যা রে দেখে যা
    রঙে মাতোয়ালা নর-নারী!
    শিরায় শিরায় সুরার শিহরণ
    			রঙ্গে অঙ্গে পড়ে ঢলি।।
    
  • আনারকলি! আনারকলি!

    বাণী

    আনারকলি! আনারকলি!
    স্বপ্নে দেখে’ কোন্ ডালিম-কুমারে
    এসেছিলে রেবা ঝিলামের’ পারে,
    দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি।।
    মরুর মণিকা বাদশাহী নওরোজে
    এসেছিলে কোন্ হারানো হিয়ার খোঁজে,
    তব রূপ হেরি’ হেরেমের দীপ-মালা উঠেছিল চঞ্চলি’।।
    পতঙ্গ সম পাপড়ির পাখা মেলি’ আনারকলি গো — 
    সেলিমের অনুরাগ-মোমের প্রদীপে পড়িলে ঢলি’ গো — 
    মিলায়েছে মাটিতে মোগলের মসনদ, আনারকলি।
    তুমি আজো দুলিতেছ ফুলের হাসিতে
    বিরহীর বাঁশিতে, আনারকলি;
    তব জীবন্ত সমাধির বিগলিত পাষাণে
    আজও প্রেম-যমুনার ঢেউ ওঠে উথলি’।।
    

    সঙ্গীতালেখ্য: ‘পঞ্চাঙ্গনা’

  • আবহায়াতের পানি দাও মরি পিপাসায়

    বাণী

    আবহায়াতের পানি দাও, মরি পিপাসায়
    শরণ নিলাম নবীজির মোবারক পা’য়।।
    ভিখারিরে ফিরাবে কি শূন্য হাতে,
    দয়ার সাগর তুমি যে মরু সাহারায়।।
    অন্ধ আমি আঁধারে মরি ঘুরিয়া,
    দেখাবে না-কি মোরে পথ, এই নিরাশায়।।
    যে-মধু পিয়ে রহে না ক্ষুধা তৃষ্ণা,
    মরার আগে সেই মধু দিও গো আমায়।।
    
  • আবার ভালোবাসার সাধ জাগে

    বাণী

    আবার ভালোবাসার সাধ জাগে।
    সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে।।
    	যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে
    	সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে,
    উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধূলি-রাগে।।
    আবার ফাগুন-সমীর কেন বহে,
    আমার ভুবন ভরি’ কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে।
    	তপোবনের বুকে ঝর্নার সম
    	কে এলে সহসা হে প্রিয়তম,
    মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাসের কুঙ্কুম-ফাগে।।
    
  • আবার শ্রাবণ এলো ফিরে

    বাণী

    দ্বৈত	:	আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে,
    		দোলনা কেন বাঁধলে না গো এবার কদম-শাখে।।
    স্ত্রী	:	সঙ্গে ল'য়ে গোপ-গোপীরে
    পুরুষ	:	ব্রজের কিশোর যাবে ফিরে
    দ্বৈত	:	লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে।।
    দ্বৈত	:	দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে
    		আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরি গানে গানে।
    স্ত্রী	:	বৃষ্টি ধারায় টাপুর টুপুর
    পুরুষ	:	শুনব তাহার পায়ের নূপুর
    দ্বৈত	:	বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে।।
    
  • আমরা পানের নেশার পাগল

    বাণী

    আমরা পানের নেশার পাগল, লাল শারাবে ভর গেলাস
    পান-বেহুশে আয় রেখে ঐ সাকির বিলোল্ আঁখির পাশ।।
    চাঁদ পিয়ালায় রবির কিরণ ঢালার মতো শারাব ঢাল,
    ছায় না যেন দিনের আনন কস্তূরী-কেশ খোঁপার ফাঁস।।
    শারাবখানার সদর-ঘরে বসো খানিক ধর্মাধিপ,
    এই আনন্দ-ধারায় নেয়ে নাও ধুয়ে সব পাপের রাশ।।
    মোমের বাতির মতো, সুফী কেঁদে গলাও আপনাকে!
    এই বিষাদ এই ব্যথার পারে দাও আনন্দ ভর্‌-আকাশ।।
    নূতন দিনের বধূ যদি আসে তোমার, খোশ-নসিব!
    যৌতুক তায় দিও লিখে হাফিজের এই প্রেম-বিলাস।।
    
  • আমাদের ভাল কর হে ভগবান

    বাণী

    আমাদের ভাল কর, হে ভগবান,
    সকলের ভাল কর, হে ভগবান।।
    আমাদের সব লোকে বাসিবে ভালো
    আমরাও সকলেরে বাসিব ভালো,
    রবে না হিংসা-দ্বেষ, দেহ ও মনের ক্লেশ
    মাটির পৃথিবী হবে স্বর্গ সমান - হে ভগভান।।
    জ্ঞানের আলোক দাও, হে ভগবান!
    বিপুল শক্তি দাও, হে ভগবান।
    তোমারি দেওয়া জ্ঞানে চিনিব তোমায়
    তোমার শক্তি হবে কর্মে সহায়,
    ধর্ম যদি সাথি হয়, রবেনাক দুঃখ-ভয়
    বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ - হে ভগবান।।
    
  • আমায় নহে গো ভালবাস শুধু

    বাণী

    আমায় নহে গো – ভালবাস শুধু ভালবাস মোর গান।
    বনের পাখিরে কে চিনে রাখে গান হ’লে অবসান।।
    চাঁদেরে কে চায় – জোছনা সবাই যাচে,
    গীত শেষে বীণা প’ড়ে থাকে ধূলি মাঝে;
    তুমি বুঝিবে না বুঝিবে না —
    আলো দিতে পোড়ে কত প্রদীপের প্রাণ।।
    যে কাঁটা-লতার আঁখি-জল, হায়, ফুল হ’য়ে ওঠে ফুটে —
    ফুল নিয়ে তায় দিয়েছ কি কিছু শূন্য পত্র-পুটে!
    সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে,
    কী তৃষা জাগে সে নদীর হিয়া-তলে —
    বেদনার মহাসাগরের কাছে কর সন্ধান।।
    
  • আমার আছে এই ক’খানি গান

    বাণী

    আমার আছে এই ক’খানি গান
    তা’ দিয়ে কি ভর’বে তোমার প্রাণ।।
    		অনেক বেশি তোমার দাবি
    		শূন্য হাতে তাইতো ভাবি,
    কি দান দিয়ে ভাঙবো তোমার গভীর অভিমান।।
    	তুমি চাহ গভীর ব্যাকুলতা
    	আমার কাছে বলার দুটি কথা।
    		যে বাঁশরি গায় অবিরাম
    		প্রিয়তম তোমারি নাম
    যাবার বেলায় তোমায় দিলাম সেই বাঁশরি খান।।