কাহার্‌বা

  • এলো আবার ঈদ ফিরে

    বাণী

    	এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ, চলো ঈদগাহে।
    	যাহার আশায় চোখে মোদের ছিল না রে নিদ, চলো ঈদ্গাহে।।
    	শিয়া সুন্নী, লা-মজহাবী একই জামাতে
    	এই ঈদ মোবারকে মিলিবে এক সাথে,
    	ভাই পাবে ভাইকে বুকে, হাত মিলাবে হাতে;
    আজ	এক আকাশের নীচে মোদের একই সে মসজিদ, চলো ঈদগাহে।।
    	ঈদ এনেছে দুনিয়াতে শিরণী বেহেশ্‌তী,
    	দুশ্‌মনে আজ গলায় ধ'রে পাতাব ভাই দোস্তী,
    	জাকাত দেব ভোগ-বিলাস আজ গোস্‌সা ও বদ্‌মস্তি;
    	প্রাণের তশ্‌তরীতে ভ'রে বিলাব তৌহীদ — চলো ঈদ্গাহে।।
    	আজিকার এই ঈদের খুশি বিলাব সকলে,
    	আজের মত সবার সাথে মিল্‌ব গলে গলে,
    	আজের মত জীবন-পথে চলব দলে দলে
    	প্রীতি দিয়ে বিশ্ব-নিখিল ক'রব রে মুরীদ্ — চলো ঈদগাহে।।
    
  • এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো

    বাণী

    এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো।
    এলো পথ চাওয়া এলো হারিয়ে পাওয়া
    মনের আঁধার দূরে গেল, ঐ বন্ধু এলো।।
    এলো চঞ্চল বন্যার ঢল মন্থর স্রোত-নীড়ে,
    এলো শ্যামল মেঘ-মায়া তৃষিত গগন ঘিরে;
    তার পলাতকা মৃগে বন ফিরে পেল।।
    এলো পবনে বিহ্‌বল চঞ্চলতা
    যেন শান্ত ভবনে এলো সারা ভুবনের কল-কথা।
    অলি গুঞ্জরি’ কয় জাগো বনবীথি;
    ডাকে দখিনা মলয় — এলো এলো অতিথি;
    বাজে তোরণ দ্বারে বাঁশরি গীতি,
    দুখ নিশি পোহাল, আঁখি মেল।।
    

    নাটিকা: ‌‘বাসন্তিকা’

  • এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে

    বাণী

    এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে,
    ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর।
    পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।।
    ঘনবন–কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি,
    সভয়ে নত চরণে ভীতা বসুমতী।
    সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে
    পায়ে গিরি–নির্ঝর–ঝরঝর ঝরঝর।।
    ধূলি–গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী,
    ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে
    এলো ছন্দ বন্ধন–হারা এলো রে
    এলো মরু–সঞ্চর বিজয়ী বীরবর।।
    
  • এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি

    বাণী

    এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি।
    হোক রওশন মুসলিম-জাহানের অন্ধকার রাতি।।
    আজ ফিরদৌসের হুর-পরীরা আলোতে রাঙে
    চাঁদ সেতারার প্রদীপ ভাসায় আস্‌মানি গাঙে,
    ফেরেশ্‌তা সব হয়েছে আজ মোদের সাথি।।
    আজ জ্বাল্‌রে বাতি প্রিয়জনের আঁধার গোরে
    আজ বরষ পরে লুকিয়ে তারা এসেছে ঘরে,
    রাখ্‌ তাদের তরে অশ্রু-ভেজা হৃদয় পাতি।।
    
  • এলো ঐ বনান্তে পাগল বসন্ত

    বাণী

    এলো ঐ বনান্তে পাগল বসন্ত
    বনে বনে মনে মনে রং সে ছড়ায় রেচঞ্চল তরুণ দুরন্ত।।
    		বাঁশীতে বাজায় সে বিধুর
    		পরজ বসন্তের সুর
    পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে রাঙা হ’ল ধূসর দিগন্ত।।
    		কিশলয়ে পর্ণে অশান্ত
    		ওড়ে তার অঞ্চল প্রান্ত
    পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত।।
    		এলোমেলো দখিনা মলয় রে
    		প্রলাপ বকিছে বনময় রে
    অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
    
  • এলো ঐ শারদ রাতি

    বাণী

    এলো ঐ শারদ রাতি!
    শেফালি-সুগন্ধে ভরিয়া পবনে, জ্বালায়ে চাঁদের বাতি।।
    বরষার জলধারা ত্যাজিল সে-খরবেগ
    ঝরঝর ঝরণে রিক্ত হইল মেঘ,
    শ্বেত-হংস খেলে, সারঙ্ সুরে মাতি’।।
    আবরণ-হীনা মেঘ ভেসে যায় বাতাসে
    কাহার আগমনী প্রকাশে আভাসে,
    কদম্ব রেণু মাখি’, এসো প্রিয় সাথি।।
    
  • এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী

    বাণী

    এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী শ্রীচন্ডী, চন্ডী এলো রে এলো ঐ
    অসুর সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে
    ধ্বংস করিতে সব বন্ধন বন্দী, শ্রীচন্ডী, চন্ডী, এলো রে এলো ঐ॥
    দনুজ দলনে চামুন্ডা এলো ঐ প্রলয় অগ্নি জ্বালি নাছিছে
    তাথৈ তাথৈ তাতা থৈ থৈ দুর্বলে বলে মা মাভৈঃ মাভৈঃ
    মুক্তি লভিবি সব শৃঙ্খল বন্দী, শ্রীচন্ডী, চন্ডী, এলো রে এলো ঐ॥
    রক্ত-রঞ্জিত অগ্নি শিখায় করালী কোন্ রসনা দেখা যায়।
    পাতাল তলের যত মাতাল দানব পৃথিবীতে এসেছিল হইয়া মানব
    তাদের দন্ড দিতে আসিয়াছে চন্ডীকা সাজিয়া চন্ডী, শ্রীচন্ডী, চন্ডী এলো রে॥
    
  • এলো রে শ্রী দুর্গা

    বাণী

    এলো রে শ্রী দুর্গা
    শ্রী আদ্যাশক্তি মাতৃরূপে পৃথিবীতে এলো রে
    গভীর স্নেহরস ধারায় কল্যাণ কৃপা করুণায় স্নিগ্ধ করিতে॥
    উর্ধ্বে উড়ে যায় শান্তির পতাকা
    শুভ্র শান্ত মেঘ আনন্দ বলাকা
    মমতার অমৃত লয়ে শ্যামা, মা হয়ে এলো রে
    সকলের দুঃখ দৈন্য হরিতে॥
    প্রতি হৃদয়ের শতদলে শ্রীচরণ ফেলে
    বন্ধন কারার দুয়ার ঠেলে।
    এলো রে দশভুজা সর্বমঙ্গলা মা হয়ে
    দুর্বলে দুর্জয় করিতে নিরন্নে অন্ন দিতে॥
    
  • এলো শিবানী-উমা এলো

    বাণী

    এলো শিবানী-উমা এলো এলোকেশে।
    এলো রে মহামায়া দনুজদলনী বেশে।।
    এলো আনন্দিনী গিরি-নন্দিনী
    রবে না কেহ আর বন্দী-বন্দিনী,
    শক্তি প্রবাহ বহিল মৃতদেশে।।
    এলো রে বরাভয়া ভয় হরিতে,
    শ্মশান কঙ্কালে বজ্র গড়িতে।
    এলো মা অন্নদা, আয় রে ভিখারি
    বর চেয়ে নে যার যে অধিকারী
    মুক্তি বন্যায় ভারত যাক্ ভেসে।।
    
  • এলো শোকের সেই মোহর্‌রম কারবালার

    বাণী

    এলো শোকের সেই মোহর্‌রম কারবালার স্মৃতি ল’য়ে।
    কাঁদিছে বিশ্বের মুসলিম সেই ব্যথায় বেতাব হয়ে।।
    মনে পড়ে আসগরে আজি পিয়াসা দুধের বাচ্চায়
    পানি চাহিয়া পেল শাহাদৎ হোসেনের বুকে র’য়ে।।
    একহাতে বিবাহের কাঙন একহাতে কাশেমের লাশ,
    বেহোঁশ্ খিমাতে সকিনা অসহ বেদনা স’য়ে।।
    পাশে শহীদ কাঁদে বীর জব্বার পানির মশক মুখে
    হল শহীদ কাঁদে জয়নব কুলসুম আকুল হয়ে।।
    শূন্য পিঠে কাঁদে দুলদুল্ হজরত হোসেন শহীদ্,
    ঝরিতেছে শোকের বারিষ্ আসমান জমিন ছেয়ে।।
    
  • এলো শ্যামল কিশোর তমাল-ডালে

    বাণী

    এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধে ঝুলনা।
    সুনীল শাড়ি পরো ব্রজনারী পরো নব নীপ-মালা অতুলনা।।
    	ডাগর চোখে কাজল দিও,
    	আকাশী রং প'রো উত্তরীয়,
    নব-ঘন-শ্যামের বসিয়া বামে দুলে দুলে ব'রলা, 'বঁধু, ভুলো না'।।
    	নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর,
    	বৃষ্ট্রির নূপুর বাজে টুপুর টুপুর।
    	বাদল-মেঘের তালে বাজিছে বেণু,
    	পান্ডুর হ'ল শ্যাম মাখি' কেয়া-রেণু,
    বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায় ব'লো, 'হে শ্যাম, এ বাঁধন খুলো না'।।
    
  • এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল

    বাণী

    এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল কাজল বর্ণা
    এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো।।
    উপল নুড়িতে কাঁকন চুড়িতে
    রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে এসো
    এসো ছলছল ঝলমল আঁচল লুটিয়ে এসো।।
    তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী
    আনো কৃষ্ণার জল নির্ঝরিণী।
    ফুলবনে ভ্রমর দল জুটিয়ে এসো।।
    এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে
    শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে আনো পরমায়ু
    এসো পাষাণ-কারারঘুম টুটিয়ে এসো।।
    

    নাটকঃ‘মদিনা’

  • এসো নওল কিশোর এসো এসো

    বাণী

    এসো 	নওল কিশোর এসো এসো, লুকায়ে রাখিব আঁখিতে মম।
    		আমার আঁখির ঝিনুকে বন্দী রহিবে মুকুতা সম।।
    			তুমি ছাড়া আর এই পৃথিবীতে
    			এ আঁখি কারেও পাবে না দেখিতে,
    		তুমিও আমারে ছাড়া আর কারেও হেরিবে না প্রিয়তম।।
    		লুকায়ে রাখিব ফণিনী যেমন মানিক লুকায়ে রাখে,
    		ঘিরিয়া থাকিব দামিনী যেমন শ্যাম মেঘ ঘিরে থাকে।
    			মেঘ হয়ে আমি হে চাঁদ তোমায়
    			আবরি’ রাখিব আঁখির পাতায়,
    		নিশীথে জাগিয়া কাঁদিব দু’জন প্রিয় হে, চির জনম।।
    
  • এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া

    বাণী

    এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
    			কৃষ্ণ কানাইয়া হরি।
    মাখি’গোখুর ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনু
    			বাজায়ে বাঁশের বাঁশরি।।
    গোপী চন্দন চর্চিত অঙ্গে
    প্রাণ মাতাইয়া প্রেম তরঙ্গে
    বামে হেলায়ে ময়ুর পাখা দুলায়ে তমাল শাখা
    			দীপবনে, দাঁড়ায়ে ত্রিভঙ্গে।
    এসো লয়ে সেই শ্যাম-শোভা ব্রজ বধু মনোলোভা
    			সেই পীত বসন পরি’।।
    এসো গগনে ফেলি নীল ছায়া
    আনো পিপাসিত চোখে মেঘ মায়া।
    এসো মাধব মাধবী তলে
    এসো বনমালী বন-মালা গলে
    এসো ভক্তিতে প্রেমে আঁখি জলে
    এসো তিলক লাঞ্ছিত সুর নর বাঞ্ছিত
    			বামে লয়ে রাই কিশোরী।।
    
  • এসো প্রাণে গিরিধারী বন-চারী

    বাণী

    এসো প্রাণে গিরিধারী বন-চারী
    	গোপীজন-মনোহরী।
    	চঞ্চল গোকুল-বিহারী।।
    লহ নব প্রীতির কদম-মালা
    আনন্দ-চন্দন, প্রেম-ফুল-ডালা
    নয়নে আরতি-প্রদীপ জ্বালা
    	অঞ্জলি লহ আঁখি-বারি।।
    প্রণয়-বিহ্বলা প্রাণ-রাধিকা
    পরেছে তব নাম কলঙ্ক-টিকা।
    অথির অনুরাগ গোপ-বালিকা
    	চাহে পথ তোমারি।।
    
  • এসো প্রিয় মন রাঙায়ে

    বাণী

    এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
    মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে।।
    শোন ‘পিউ পিউ’ ডাকে পাপিয়া
    মোরে সেই সুরে ডাক ‘পিয়া, পিয়া’
    তব আদর-পরশ বুলায়ে, বুলায়ে, বুলায়ে।।
    	যদি আন কাজে ভুলে রহি
    	চলে যেও না হে মোর বিরহী
    দিও প্রিয়, কাজ ভুলায়ে, ভুলায়ে, ভুলায়ে।।
    
  • এসো বসন্তের রাজা হে আমার

    বাণী

    এসো বসন্তের রাজা হে আমার
    এসো এ যৌবন-বাসর-সভাতে।।
    ফুলের দরবারে পাখির জলসাতে
    বুকের অঞ্চল-সিংহাসনে মম
    বসো আমার চাঁদ চাঁদনি রাতে।।
    রূপের দীপালি মোর জ্বলবে তোমায় ঘিরে বঁধূ,
    পিয়াব তোমায় পিয়া কানে-কানে কথার মধু।
    বন-কুসুমের মালা দিব বাহুর মালার সাথে
    চরণে হব দাসী বন্ধু হব দুখ রাতে।।
    
  • এসো মা দশভুজা

    বাণী

    এসো মা দশভুজা
    দশহাতে কল্যাণ আন দশভুজা
    মৃত্যুঞ্জয় ঘরনী! মৃতজনে অমৃত দান।
    নিরাশ প্রাণে দাও আশা
    মূকজনে দাও ভাষা
    আঁধার মহিষাসুর বুকে আলোর ত্রিশূল হান॥
    দেও জয় বরাভয়, শক্তি, তেজ, প্রেম, প্রীতি
    দনুজদলনী! শাপ মুক্ত কর ক্ষিতি,
    এলে যদি আর বার মাগো
    ভক্তের হৃদি মাঝে জাগো
    দুঃখ শোক আর দিও না গো 
    		তারিণী সন্তানে ত্রাণ॥
    
  • এসো মুরলীধারী বৃন্দাবন-চারী

    বাণী

    এসো মুরলীধারী বৃন্দাবন-চারী গোপাল গিরিধারী শ্যাম।
    তেমনি যমুনা বিগলিত-করুণা কুলু কুলু কুলু স্বরে ডাকে অবিরাম।।
    	কোথায় গোকুল-বিহারী শ্রীকৃষ্ণ
    	চাহিয়া পথ পানে ধরণী সতৃষ্ণ,
    ডাকে মা যশোদায় নীলমণি আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম।।
    ডাকে প্রেম-সাধিকা আজো শত রাধিকা গোপ-কোঙারি,
    এসো নওল-কিশোর কুল-লাজ-মান-চোর ব্রজ-বিহারী।
    পরি’ সেই পীতধড়া, সেই বাঁকা শিখী চূড়া বাজায়ে বেণূ
    আরবার এসো গোঠে, খেল সেই ছায়া-বটে চরাও ধেনু
    কদম তমাল-ছায়ে এসো নূপুর পায়ে ললিত বঙ্কিম ঠাম।।
    
  • ঐ ঘর ভুলানো সুরে

    বাণী

    ঐ ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে। 
    তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে।। 
    তা'র সহজ গলার তানে ১
    সে ফুল ফোটাতে জানে, 
    তা'র সুরে ভাটির-টানে নব জোয়ার আসে ঘুরে।। 
    তা'র সুরের অনুরাগে 
    বুকে প্রণয়-বেদন জাগে; 
    বনে ফুলের আগুন লাগে, ফুল সুধায় ওঠে পুরে।। 
    বুঝি সুর-সোহাগে ওরি, 
    পায় যৌবন কিশোরী, 
    হিয়া বুঁদ হয়ে গো নেশায় তার পায়ে পায়ে ঘুরে।।
    

    ১. গানে