কাহার্‌বা

  • দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে

    বাণী

    দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে।
    কে জানে কখন নিয়ে যাবে গোরে মাটি দিতে রে।।
    	পাঁচ ভূতে আর চোরে মিলে
    	রোজগার মোর কেড়ে নিলে;
    এখন কেউ নাই রে পারে যাবার দুটো কড়ি দিতে রে।।
    রাত্রি শুয়ে আবার যে ভাই উঠব সকাল বেলা,
    বলতে কি কেউ পারি তবু খেলি মোহের খেলা।
    	বাদ্‌শা আমির ফকির কত
    	এলো আবার হল গত রে;
    দেখেও বারেক আল্লার নাম জাগে নাকো চিতে।
    এবার বসবি কবে ও ভোলা মন আল্লার তস্‌বিতে রে।।
    
  • দুঃখ-ক্লেশ-শোক-পাপ-তাপ শত

    বাণী

    দুঃখ-ক্লেশ-শোক-পাপ-তাপ শত
    শ্রান্তি মাঝে হরি শান্তি দাও দাও॥
    কান্ডারি হে আমার, পার কর কর পার,
    উত্তাল তরঙ্গ অশান্তি পারাবার,
    অভাব দৈন্য শত হৃদি-ব্যথা-ক্ষত,
    যাতনা সহিব কত প্রভু কোলে তুলে নাও।।
    হে দীনবন্ধু করুণাসিন্ধু,
    অম্বর ব্যাপি’ ঝরে তব কৃপা-বিন্দু,
    মরুর্‌ মতন চেয়ে আছি নব ঘনশ্যাম —
    আকুল তৃষ্ণা ল’য়ে প্রভু পিপাসা মিটাও॥
    
  • দুধে আলতায় রঙ যেন তার

    বাণী

    দুধে আলতায় রঙ যেন তার সোনার অঙ্গ ছেয়ে
    		(সে) ভিন্ গেরামের মেয়ে।
    চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে,
    		ভিন্ গেরামের মেয়ে।
    ও পারে ওই চরে যখন চুল খুলে সে দাঁড়ায়,
    কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ওই পাড়ায়,
    পা ছুঁতে তার নদীর জলে (ও ভাই) জোয়ার আসে ধেয়ে।।
    চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে,
    অম্‌নি ওঠে রামধনু গো সেই চাহনির টানে।
    কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে,
    ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়, দরিয়া ওঠে দুলে।
    আমি চোখের জলে খুঁজি তারেই (ও ভাই) দুখের তরী বেয়ে।।
    
  • দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে

    বাণী

    দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে অধীর আনন্দে
    তরঙ্গে দুলে আজি নাইয়া রণ-তুরঙ্গ-ছন্দে।।
    অশান্ত অম্বর-মাঝে মৃদঙ্গ গুরুগুরু বাজে,
    আতঙ্কে থরথর অঙ্গ মন অনন্তে বন্দে।।
    ভূজঙ্গী দামিনীর দাহে দিগন্ত শিহরিয়া চাহে,
    বিষন্ন ভয়-ভীতা যামিনী খোঁজে সেতারা চন্দে।।
    মালঞ্চে এ কি ফুল-খেলা, আনন্দে ফোটে যূথী বেলা,
    কুরঙ্গী নাচে শিখী-সঙ্গে মাতি’ কদম্ব-গন্ধে।।
    একান্তে তরুণী তমালী অপাঙ্গে মাঝে আজি কালি,
    বনান্তে বাঁধা প’ল দেয়া কেয়া-বেণীর বন্ধে।।
    দিনান্তে বসি’ কবি একা পড়িস্‌ কি জলধারা-লেখা,
    হিয়ায় কি কাঁদে কুহু-কেকা আজি অশান্ত দ্বন্দ্বে।।
    
  • দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে

    বাণী

    দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে।
    এ কী খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে’ প্রাণের কিনারে।।
    মনে জাগে হাজার বছর আগে
    	ডাকিত বেলাল এমনি অনুরাগে,
    তাঁর খোশ এলেহান, মাতাইত প্রাণ গলাইত পাষাণ ভাসাইত মদিনারে
    		প্রেমে ভাসাইত মদিনারে।।
    তোরা ভোল গৃহকাজ, ওরে মুসলিম থাম
    চল খোদার রাহে, শোন, ডাকিছে ইমাম।
    মেখে’ দুনিয়ারই খা, বৃথা রহিলি না-পাক,
    চল মসজিদে তুই, শোন মোয়াজ্জিনের ডাক,
    তোর জনম যাবে বিফলে যে ভাই এই ইবাদতে বিনা রে।।
    
  • দূর দ্বীপবাসিনী

    বাণী

    দূর দ্বীপ–বাসিনী, চিনি তোমারে চিনি।
    দারুচিনির দেশের তুমি বিদেশিনীগো, সুমন্দভাষিণী।।
    	প্রশান্ত সাগরে
    	তুফানে ও ঝড়ে
    শুনেছি তোমারি অশান্ত রাগিণী।।
    বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁ‍শিতে?
    বনান্ত ছেয়ে যায় বাসন্তী–হাসিতে।
    	তব কবরী–মূলে
    	নব এলাচীর ফুল দুলে
    		কুসুম–বিলাসিনী।।
    
  • দূরের বন্ধু আছে আমার

    বাণী

    দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে।
    ঝরা পাতার পত্র আমার যায় ভেসে তার পায়ে।।
    জানি জানি আমার দেশে আমার নেয়ে আসবে ভেসে,
    চির-ঋণী আছে সে যে আমার প্রেমের দায়ে।।
    নতুন আশার পাল তুলে সে আসবে ফিরে ঘরে,
    ফুটেছে তাই কাশ-কুসুমের হাসি শুকনো চরে।
    পিদিম জ্বেলে তা'রি আশায় গহীন গাঙের সোঁতে ভাসাই
    ঐ পিদিমের পথ ধরে সে আসবে সোনার নায়ে।।
    
  • দে জাকাত দে জাকাত তোরা

    বাণী

    	দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত।
    	তোর দিল্‌ খুলবে পরে ওরে আগে খুলুক হাত।।
    	দেখ পাক্‌ কোরআন শোন্‌ নবীজীর ফরমান
    	ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান।
    তোর	একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।।
    তোর	দর্‌ দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম
    আছে	দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম।
    	বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসুলে করিম।
    	সঞ্চয়ে তোর সফল হবে পাবি রে নাজাত।।
    	এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে
    	হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবেরাতে।
    	এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্‌তী সওগাত।।
    
  • দেখে যা রে দুল্‌হা সাজে সেজেছেন মোদের নবী

    বাণী

    দেখে যারে দুল্‌হা সাজে সেজেছেন মোদের নবী।
    বর্ণিতে সে রূপ মধুর হার মানে নিখিল কবি॥
    আওলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি,
    আসমানে যায় মশাল জ্বেলে গ্রহ তারা চাঁদ রবি॥
    হুর পরী সব গায় নাচে আজ, দেয় ‘মোবারকবাদ্’ আলম্,
    আর্‌শ কুর্শি ঝুঁকে পড়ে দেখতে সে মোহন ছবি॥
    আজ আরশের বাসর ঘরে হবে মোবারক রুয়ৎ,
    বুকে খোদার ইশ্ক নিয়ে নওশা ঐ আল-আরবি॥
    
  • দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী

    বাণী

    দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী।
    শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব-দুলালী॥
    	আজ শান্ত সিন্ধু তীরে
    	অশান্ত ঝড় থেমেছে রে,
    মা’র কালো রূপ উপ্‌চে পড়ে ছাপিয়ে ভুবন গগন-ডালি॥
    আজ অভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি,
    আনন্দে তাই বসন ফেলি’ মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি,
    	ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন
    	মায়ের কোলে শিশুর মতন,
    পায়ের লোভে মনের বনে ফুল ফুটেছে পাঁচমিশালি॥
    
  • দেবতা গো দ্বার খোলো

    বাণী

    দেবতা গো, দ্বার খোলো।
    অভিসার নিশি বাহির দুয়ারে দাঁড়ায়ে প্রভাত হ’ল॥
    	পাষাণের আবরণে তুমি যদি
    	এমনি গোপন রবে নিরবধি,
    বেণুকার সুরে হৃদি যমুনায় কেন এ লহর তোলো॥
    আর	সহিতে পারি না একা,
    প্রাণে	কেন দিয়ে আশা এত ভালোবাসা
    যদি	নাহি দিবে দেখা।
    	বহিতে পারি না আর এই ভার,
    	এই ফুল সাজ পূজা-সম্ভার
    তুমি	দেখা দেও একবার দেখা দেও —
    দেখা	দিয়ে চিরতরে মোরে ভোলো॥
    
  • দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান

    বাণী

    দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান
    হে খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান।।
    এমনি তোমার নামের আছর –
    নামাজ রোজার নাই অবসর,
    তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ।।
    তকদিরে মোর এই লিখেছ হাজার গানের সুরে
    নিত্য দিব তোমার আজান আঁধার মিনার-চূড়ে।
    কাজের মাঝে হাটের পথে
    রণ-ভূমে এবাদতে
    আমি তোমার নাম শোনাব, করব শক্তি দান।।
    

  • দোল ফাগুনের দোল লেগেছে

    বাণী

    দোল ফাগুনের দোল লেগেছে, আমের বোলে দোলন-চাঁপায়।
    মৌমাছিরা পলাশ-ফুলের গেলাশ ভ’রে মউ পিয়ে যায়।।
    		শ্যামল পাতার কোলে কোলে
    		আবির-রাঙা কুসুম দোলে,
    দোয়েল শ্যামা লহর তোলে কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়।।
    বন-গোপিনী ফুল ছুঁড়ে ঐ খেলে হোরী দখিন-বায়ে,
    হলদে পাখি দোদুল দুলে সোনাল শাখায় আদুল গায়ে।
    		ভাঁট-ফুলের ঐ নাট-দেউলে
    		রঙিন প্রজাপতি দুলে,
    মন ছুটে যায় দূর গোকুলে, বৃন্দাবনে প্রেম যমুনায়।।
    
  • দোলে নিতি নব রূপের টেউ-পাথার

    বাণী

    দোলে নিতি নব রূপের টেউ-পাথার ঘনশ্যাম তোমারি নয়নে।
    আমি হেরি যে নিখিল বিশ্বরূপ-সম্ভার তোমারি নয়নে॥
    		তুমি পলকে ধর নাথ সংহার-বেশ
    		হও পলকে করুণা-নিধান পরমেশ।
    নাথ ভরা যেন বিষ অমৃতের ভান্ডার তোমার দুই নয়নে॥
    		ওগো মহা-শিশু, তব খেলা-ঘরে
    		একি বিরাট সৃষ্টি বিহার করে,
    সংসার চক্ষে তুমিই হে নাথ, সংসার তোমারি নয়নে॥
    		তুমি নিমেষে রচি নব বিশ্বছবি
    		ফেল নিমেষে মুছিয়া হে মহাকবি,
    করে কোটি কোটি ব্রহ্মান্ড ভুবন-সঞ্চার তোমারি নয়নে॥
    		তুমি ব্যাপক ব্রহ্ম চরাচরে
    		জড় জীবজন্তু নারী-নরে,
    কর কমল-লোচন, তোমার রূপ বিস্তার হে আমারি নয়নে॥
    
  • দোলে প্রাণের কোলে প্রভূর নামের মালা

    বাণী

    দোলে প্রাণের কোলে প্রভূর নামের মালা।
    সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা।।
    সেই নাম বসন-ভূষণ আমারি
    সেই নামে ক্ষুধা-তৃষ্ণা নিবারি,
    সেই নাম লয়ে বেড়াই কেঁদে
    	সেই নামে আবার জুড়াই জ্বালা।।
    সেই নামরেই নামাবলী গ্রহ তারা রবি শশী দোলে গগন কোলে।
    	মধুর সেই নাম প্রাণে সদা বাজে,
    	মন লাগে না সংসার কাজে
    		সে নামে সদা মন মাতোয়ালা।।
    আদর-সোহাগ মান -অভিমান আপন মনে তার সাথে;
    	কাঁদায়ে কাঁদি, পায়ে ধ'রে সাধি,
    	কভু করি পূজা, কভু বুকে বাঁধি,
    	আমার স্বামী সে ভুবন-উজালা।।
    
  • দোলে বন-তমালের ঝুলনাতে

    বাণী

    দোলে	বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর
    চাহে	দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর,
    যেন	চন্দ্র ও চকোর প্রেম-আবেশে বিভোর।।
    	মেঘ-মৃদঙ বাজে সেই ঝুলনের ছন্দে
    	রিম ঝিম বারিধারা ঝরে আনন্দে
    	হেরিতে যুগল শ্রীমুখ চন্দে
    	গগনে ঘেরিয়া এলো ঘন-ঘটা ঘোর।।
    	নব নীরদ দরশনে চাতকিনী প্রায়
    	ব্রজ-গোপিনী শ্যামরূপে তৃষ্ণা মিটায়
    গাহে	বন্দনা-গান দেব-দেবী অলকায়
    	ঝরে বৃষ্টিতে সৃষ্টির প্রেমাশ্রু-লোর।।
    
  • নতুন ক’রে রেজওয়ান জিন্নত সাজায়

    বাণী

    নতুন ক’রে রেজওয়ান জিন্নত সাজায়
    আজ রোজায় আজ রোজায় আজ রোজায়।
    লাগল চাবি দোজখেরি দরওয়াজায়।।
    	মসজিদেরি মিনার-চুড়ে
    	আজ বেহেশতী নিশান উড়ে
    গাফলতি নাই আর কারো নামাজ কাজায়।।
    	রোজার শবেকদর রাতে
    	কোরান এলো দুনিয়াতে
    ফেরেশতা সব সালাম জানায় মোর্তজায়।।
    
  • নতুন চাঁদের তক্‌বীর শোন্‌

    বাণী

    নতুন চাঁদের তক্‌বীর শোন্‌ কয় ডেকে ঐ মুয়াজ্জিন —
    আসমানে ফের ঈদুজ্জোহার চাঁদ উঠেছে মুসলেমিন।।
    এলো স্মরণ করিয়ে দিতে ঈদুজ্জোহার এই সে চাঁদ,
    তোরা ভোগের পাত্র ফেল্‌ রে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাঁধ।
    কোরবানি দে তোরা, কোরবানি দে।।
    প্রাণের যা তোর প্রিয়তম আজকে সে সব আন্‌,
    খোদারই রাহে আজ তাহাদের কর রে কোরবান্‌।
    কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে,
    তোর কাম-ক্রোধাদি মনের পশু জবেহ্‌ কর্‌ নিয়ে।
    কোরবানি দে তোরা, কোরবানি দে।।
    বিলিয়ে দেওয়ার খুশির শিরনি তশ্‌তরিতে আন,
    পর্‌ রে তোরা সবাই ত্যাগের রঙিন পিরহান্‌।
    মোদের যা কিছু প্রিয় বিলাব সবে
    নবীর উম্মত তবে সকলে কবে।
    কোরবানি দে তোরা, কোরবানি দে।।
    
  • নতুন নেশার আমার এ মদ

    বাণী

    নতুন নেশার আমার এ মদ বল কি নাম দেবো এরে বঁধুয়া।
    গোপী চন্দন গন্ধ মুখে এর বরণ সোনার চাঁদ চুঁয়া।।
    	মধু হ'তে মিঠে পিয়ে আমার মদ
    	গোধূলি রং ধরে কাজল নীরদ,
    প্রিয়েরে প্রিয়তম করে এ মদ মম, চোখে লাগায় নভোনীল ছোঁওয়া।।
    	ঝিম্ হয়ে আসে সুখে জীবন ছেয়ে,
    	পান্‌সে জোছনাতে পান্‌সি চলে বেয়ে,
    মধুর এ মদ নববধূর চেয়ে আমার মিতালী এ মহুয়া।। 
    
  • নদীর নাম সই অঞ্জনা

    বাণী

    নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা,
    		পাখি সে নয় নাচে কালো আঁখি।
    আমি যাব না আর অঞ্জনাতে জল নিতে সখি লো,
    		ঐ আঁখি কিছু রাখিবে না বাকি॥
    সেদিন তুলতে গেলাম দুপুর বেলা
    কলমি শাক ঢোলা ঢোলা (সই)
    হ’ল না আর সখি লো শাক তোলা,
    আমার মনে পড়িল সখি, ঢল ঢল তা’র চটুল আঁখি
    ব্যথায় ভ’রে উঠলো বুকের তলা।
    ঘরে ফেরার পথে দেখি,
    নীল শালুক সুঁদি ও কি
    ফু’টে আছে ঝিলের গহীন জলে।
    আমার অমনি পড়িল মনে
    সেই ডাগর আঁখি লো
    ঝিলের জলে চোখের জলে হ’ল মাখামাখি॥