প্রিয়তম হে বিদায়
বাণী
প্রিয়তম হে, বিদায় আর রাখিতে নারি, আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়।। কত ছিল বলিবার, হায় হ’লো না বলা ঝুঁরিতেছে চামেলির বন উতলা যেন অনন্ত দিনের দিকে হায় হায়।। কে কাঁদে দিকে দিকে হায় হায়।। রহিল ছড়ানো মোর প্রাণের তিয়াস হুতাস পবনে; জড়ানো রহিল মোর করুণ প্রীতি ধূসর গগনে। তুমি মোরে স্মরিও যদি এই পথে কোনদিন চলিতে প্রিয় নিশিভোরে ঝরা ফুল দ’লে যাও পায়।।
পূবালী পবনে বাঁশি বাজে রহি' রহি'
বাণী
পূবালী পবনে বাঁশি বাজে রহি' রহি'। ভবনের বধূরে ডাকে বনের বিরহী।। রতন হিন্দোলা নীপ ডালে বাঁধা', দোলে দোলে, বলে যেন 'রাধা রাধা', দুরু দুরু বুকে বাজে গুরু গুরু দেয়া কেয়া ফুল আনে সোম-সুগন্ধ বহি'।। চোখে মাখি সজল কাজলের ছলনা অভিসারিকার সাজে সাজে গোপ-ললনা। বৃষ্টির টিপ ফেলে ননদীর নয়নে কদম-কুঞ্জে চলে গোপন চরণে, মিলন বিরহ শোক তার বুকে কাঁদে 'রাধা-শ্যাম রাধা-শ্যাম' কহি।।
প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী গৌরী
বাণী
প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী গৌরী শিবে সিদ্ধি বিধায়িনী মহামায়া অম্বিকা আদ্যাশক্তি ধর্ম-অর্থ-কাম মোক্ষ-প্রদায়িনী।। শুম্ভ নিশুম্ভ বিমর্দিনী চন্ডী নমো নমঃ দশপ্রহরণ ধারিণী দেবী সৃষ্টি-স্থিতি-প্রলয়-বিধাত্রী জয় মহিষাসুর সংহারিণী। জয় দুর্গে, জয় দুর্গে।। যুগে যুগে দনুজ দলনী মহাশক্তি যোগনিদ্রা মধুকৈটভ নাশিনী বেদ-উদ্ধারিণী মণি-দীপ বাসিনী শ্রীরাম অবতারে বরাভয় দায়িনী। জয় দুর্গে, জয় দুর্গে।।
পরজনমে দেখা হবে প্রিয়
বাণী
পরজনমে দেখা হবে প্রিয়। ভুলিও মোরে হেথা ভুলিও।। এ জনমে যাহা বলা হ’ল না, আমি বলিব না, তুমিও ব’লো না। জানাইলে প্রেম করিও ছলনা, যদি আসি ফিরে, বেদনা দিও।। হেথায় নিমেষে স্বপন ফুরায়, রাতের কুসুম প্রাতে ঝ’রে যায়, ভালো না বাসিতে হৃদয় শুকায়, বিষ-জ্বালা-ভরা হেথা অমিয়।। হেথা হিয়া ওঠে বিরহে আকুলি’ মিলনে হারাই দু’দিনেতে ভুলি’, হৃদয়ে যথায় প্রেম না শুকায় সেই অমরায় মোরে স্মরিও।।
পিয়া পাপিয়া পিয়া বোলে
বাণী
পিয়া পাপিয়া পিয়া বোলে। ‘পিউ পিউ পিউ কাঁহা’ পাপিয়া পিয়া বোলে।। সে পিয়া পিয়া সুরে বাদল ঝুরে, নদী-তরঙ্গ দোলে। কূলে কূলে কুলু কুলু নদী-তরঙ্গ দোলে। ফুটিল দল মেলি’ কেতকী, বেলি, শিখী পেখম খোলে। দু’লে দু’লে দু’লে নেচে’ শিখী পেখম খোলে।। পিয়ায় যা’রা নাহি পেল হেথায়, তাহারা কি এসেছে ধরায় পুন হইয়া পাপিয়া পাখি? দেখিয়া ঘরে ঘরে তরুণীর কালো আঁখি ‘পিউ কাঁহা পিউ কাঁহা’ আজিও উঠিছে ডাকি’! পিয়া পাপিয়া পিয়া বোলে।।