প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া
বাণী
প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া সে যে হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া।। তোমারি মতন যেন কাহার সনে সেদিন পথে চোখাচোখি হল গোপনে মন চকিতে হরিল যে সেই চকিত চাওয়া।। ছিল চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা ছিনু একেলা আমি, চলে একেলা বালা বহে ঝিরিঝিরি ধীরি-ধীরি চিতী হাওয়া চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে তার নয়নে ও ঘটে জল উঠিল দুলে চেয়ে দেখি মোর আঁখি সলিল ছাওয়া।।