পিও পিও হে প্রিয় শরাব পিও
বাণী
পিও পিও হে প্রিয় শরাব পিও চোখে রঙের নেশা লেগে সব অবসাদ হোক রমনীয়।। জীবনের নহবতে বাজুক সানাই আঁধার এ দুনিয়ায় জ্বলুক রোশনাই আজি আবছা আলোয় যারে লাগবে ভালো তারি গলায় চাঁদের মালা পরায়ে দিও।। আজি লেগে অনুরাগে রঙ শিরাজির প্রাণে প্রাণে লহর বহুক রস-নদীর সেই মধুর ক্ষনে বঁধু নিরজনে ভালোবাসি' দুটি কথা মোরে বলিও।।
প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত
বাণী
প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত (প্রিয়) তারিতে উম্মত এলে ধরায় মোহাম্মদ মোস্তফা, আমহদ মুরতজা নাম জপিতে নয়নে আঁসু ঝরায়।। দিলে মুখে তক্বির, দিলে বুকে তৌহিদ দিলে দুঃখেরই সান্ত্বনা খুশির ঈদ দিলে প্রাণে ঈমান, দিলে হাতে কোরআন শিরে শিরতাজ নাম মুসলিম আমায়।। তব সব নসিহত মোরা গিয়াছি ভুলে শুধু নাম তব আছে জেগে প্রাণের কূলে ও-নামে এ প্রাণ-সিন্ধু তব দুলে আমি ঐ নামে ত’রে যাব, আছি আশায়।।
প্রিয় কোথায় তুমি কোন গহনে
বাণী
প্রিয় কোথায় তুমি কোন গহনে কোন ধ্রুবলোকে কোন দূর গগনে।। খোঁজে কানন তোমায় মেলি' কুসুম-আঁখি, 'তুমি কোথায়' বলি' ডাকে বনের পাখি। আছ ঠকুর হয়ে কোন দেবালয়ে কোন শ্রাবন-মেঘে দখিনা পবনে।। সিন্ধু-বুকে মুখে লুকায়ে নদী 'তুমি কোথায়' বলি' কাঁদে নিরবধি। জ্বালি' তারার বাতি খোঁজে আঁধার রাতি, তোমায় খুঁজিয়া নিভিল জ্যোতি মোর নয়নে।।