আমার কালো মেয়ে রাগ করেছে
বাণী
আমার কালো মেয়ে রাগ করেছে (মাকে) কে দিয়েছে গালি – রাগ ক’রে সে সারা গায়ে মেখেছে তাই কালি।। যখনরাগ করে মোর অভিমানী মেয়ে আরো মধুর লাগে তাহার হাসি–মুখের চেয়ে – কেকালো দেউল ক’রলে আলো অনুরাগের প্রদীপ জ্বালি’।। পরেনি সে বসন–ভূষণ, বাঁধেনি সে কেশ, - তারি কাছে হার মানে যে ভুবন–মোহন বেশ। রাগিয়ে তারে কাঁদি যখন দুখে, (দয়াময়ী মা –) দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে; আমাররাগী মেয়ে, তাই তারে দিই জবা ফুলের ডালি।।
চম্পক-বরণী চলমল তরণী
বাণী
চম্পক-বরণী চলমল তরণী, চলে শ্যামা তরুণী যৌবন-গরবী।। ডাকে দূর পারাবার ডাকে তা’রে বন-’পার, লালসে ঝরে তার — পায়ে রাঙা করবী।। চলে বালা দুলে দুলে এলো-খোঁপা পড়ে খুলে, চাহে ভ্রমর কুসুম ভুলে’ — তনুর তার সুরভি।। নাচের ছন্দে দোদুল টলে তা’র চরণ চটুল, হরিণী চায় পথ-বেভুল — মায়া-লোক-বিহারিণী রচি’ চলে ছায়া-ছবি।।
মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে
বাণী
মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে বুলবুলিরা উঠলো গেয়ে মক্কার গুলবাগে।। খোদার প্রেমের কোন দিওয়ানা দ্বারে দ্বারে দেয় রে হানা, নবীন আশার আলোক পেয়ে, ঘুমন্ত সব জাগে।। এ কোন তরণ প্রেমিক এলো কা'বার অঙ্গনে সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে। এলো নব দীনের নকীব চির-চাওয়া খোদার হাবীব নিখিল পাপী-তাপী যাঁহার পায়ের পরশ মাগে।।