দেখে যা রে দুল্হা সাজে সেজেছেন মোদের নবী
বাণী
দেখে যারে দুল্হা সাজে সেজেছেন মোদের নবী। বর্ণিতে সে রূপ মধুর হার মানে নিখিল কবি॥ আওলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি, আসমানে যায় মশাল জ্বেলে গ্রহ তারা চাঁদ রবি॥ হুর পরী সব গায় নাচে আজ, দেয় ‘মোবারকবাদ্’ আলম্, আর্শ কুর্শি ঝুঁকে পড়ে দেখতে সে মোহন ছবি॥ আজ আরশের বাসর ঘরে হবে মোবারক রুয়ৎ, বুকে খোদার ইশ্ক নিয়ে নওশা ঐ আল-আরবি॥
বেদনার সিন্ধু-মন্থন শেষ হে ইন্দ্রানী
বাণী
বেদনার সিন্ধু-মন্থন শেষ, হে ইন্দ্রানী, জাগো, জাগো করে সুধা-পাত্রখানি।। রোদন-সায়রে ধুয়ে পুষ্পতনু এসো অশ্রুর বরষার ইন্দ্র-ধনু, হের কুলে অনুরাগে জীবন-দেবতা জাগে ধরিবে বলিয়া তব পদ্মপাণি।। তব দুখ-রাত্রির তপস্যা শেষ- এলো শুভ দিন, অতল-তমসা-লক্ষ্মী গো তুমি অমরার এসো এসো পার হ'য়ে ব্যথার পাথার। অশ্রুত অশ্রুর নীরবতা কর দূর কূলে কূলে হাসির তরঙ্গ হানি।।