বাণী
‘দেশপ্রিয় নাই’ শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি’। আকাশে ললাট হানিয়া কাঁদিছে ভারত চির-অভাগী।। দেশবন্ধুর পার্শ্বে জ্বলিছে দেশপ্রিয়ের চিতা এতদিন পরে বক্ষে এসেছে দুঃখের সাথি মিতা, বহিছে অশ্রুগঙ্গা, জ্বলিছে শোকের দীপাম্বিতা — নিভে যাবে চিতা, রয়ে যাবে ধুম, চিরদিন বুকে জাগি’।। তুমি এসেছিলে হিন্দু-মুসলমানের মিলন-হেতু পদ্মা ও ভাগীরথীর মাঝারে তুমি বেঁধেছিলে সেতু, অন্ধকারের বুকে ছিলে তুমি দীপ্ত চন্দ্র-কেতু — বন্ধন হল নন্দন-ফুল-হার তোমার ছোয়া লাগি’।।
দ্বিতীয় খন্ড