বনে মোর ফুল-ঝরার বেলা
বাণী
বনে মোর ফুল-ঝরার বেলা, জাগিল একি চঞ্চলতা।(অবেলায়) এলো ঐ শুকনো ডালে ডালে কোন অতিথির ফুল-বারতা।।(এলো ঐ) বিদায়-নেওয়া কুহু সহসা এলো ফিরে, জোয়ার ওঠে দুলে, মরা নদীর তীরে, শীতের বনে বহে দখিনা হাওয়া ধীরে জাগায়ে বিধুর মধুর ব্যথা।।(পরানে) রুদ্ধ বাতায়ন খুলে দে, চেয়ে দেখি হেনার মঞ্জরি আবার ফুটেছে কী? হারানো মানসী ফিরেছে লয়ে কি গত বসন্তের বিহ্বলতা।।(পরানে)
বালা যোবান মোরি স্যখিরি পরদেশে পিয়া
বাণী
বালা যোবান মোরি স্যখিরি পরদেশে পিয়া। ক্যায়সে স্যামহালু সোলা ব্যরস উম্যারিয়ারি পরদেশে পিয়া।। ব্যয়রি ভ্যয়রি যোবান দিলমে নাহি চ্যয়ন দিল ন্য লাগে কামমে জাগি কাটে রয়ন সোতে ড্যর লাগে একেলী স্যবরিয়া রি পরদেশে পিয়া।। ফিকা লাগে খানা পিনা ন্যয়নোমে নিদ ন্যহিরি যাঁহা মোরি বিদেশিয়া লেবা মোহে ওয়াহিরি। আয়ে ফাগুন চৈত স্যখি খিলা যোবান ফুল মোর স্যতায়ে নিসদিন মোহে বুলবুল আওর ফুলচোর ক্যয়সে ছিপাউ উও ফুল প্যতরি আঙ্গিঁয়ারি পরদেশে পিয়া।।
বাগিচায় বুলবুলি তুই
বাণী
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল।। আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মোমাছি বিভোল।। কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি', আসবে বাহিরে (রে) শিশিরের স্পর্শ-সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল। ফাগুনের মুকুল-জাগা দু'কূল ভাঙা আসবে ফুলেল বান কুঁড়িদের ওষ্ঠ পুটে লুটবে হাসি ফুটবে গালে টোল।। কবি তুই গন্ধে ভুলে ' ডুবলি জলে কূল পেলিনে আর ফুলে তোর বুক ভ'রেছিস আজকে জলে ভররে আঁখির কোল।।
বন-ফুলে তুমি মঞ্জরি গো
বাণী
বন-ফুলে তুমি মঞ্জরি গো তোমার নেশায় পথিক-ভ্রমর ব্যাকুল হ'ল গুঞ্জরি' গো।। তুমি মায়ালোকের নন্দিনী ন্দনের আনন্দিনী তুমি ধূলির ধরার বন্দিনী, যাও গহন কাননে সঞ্চরি গো।। মৃদু পরশ-কুঞ্চিতা তুমি বালিকা বল্লভ-ভীতা পল্লব অবগণি্ঠিতা মুকুলিকা। তুমি প্রভাত বেলায় মঞ্জরি লাজে সন্ধ্যায় যাও ঝরি' অরণ্যা-বল্লরি শোভা, পুণ্য পল্লী-সুন্দরী।।