বাণী
শাওন আসিল ফিরে সে ফিরে এল না বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না। ধানী রং ঘাগরি, মেঘ–রং ওড়না পরিতে আমারে মাগো, অনুরোধ ক’রো না কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া সে কি ফেরার পথ পেল না মা, পেল না।। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাঁসের পাখার মত উড়ু উড়ু করে মন। অথৈ জলে মাগো, মাঠ–ঘাট থৈ থৈ আমার হিয়ার আগুন নিভিল কই? কদম–কেশর বলে, ‘কোথা তোর কিশোর’, চম্পাডালে ঝুলে শূন্য দোলনা।।