আমি অগ্নি-শিখা মোরে
বাণী
আমি অগ্নি-শিখা, মোরে বাসিয়া ভালো। যদি চাও, তব অন্তরে প্রদীপ জ্বালো।। মোর দহন-জ্বালা র’বে আমারি বুকে, তব তিমির রাতে হ’ব রঙিন আলো।। হ’ব তোমার প্রেমে নব উদয়-রবি, আমি মুছাব প্রাণের তব বিষাদ-কালো।। ল’য়ে বহ্নি-দাহ, প্রিয়! করো না খেলা, কবে লাগিবে আগুন, হায়! ভাঙিবে মেলা। শেষে আমার মতো কেন মরিবে জ্ব’লে, তুমি মেঘের মায়া, শুধু সলিল ঢালো।। মোরে আঁচলে ঢেকে’ তুমি বাঁচালে ঝড়ে, আজ তুমিই আবার তা’রে নিভায়ো না লো।।
তওফিক দাও খোদা ইসলামে
বাণী
তওফিক দাও খোদা ইসলামে মুসলিম-জাঁহা পুনঃ হোক আবাদ। দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ।। দাও সেই হামজা সেই বীর ওলীদ দাও সেই উমর হারুন অল রশীদ দাও সেই সালাহউদ্দীন আবার পাপ দুনিয়াতে চলুক জেহাদ।। দাও সে রুমী সাদী হাফিজ সেই জামী খৈয়াম সে তবরিজ দাও সে আকবর সেই শাহজাহান দাও তাজমহলের স্বপ্ন সাধ।। দাও ভা'য়ে ভা'য়ে সেই মিলন সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন, হোক বিশ্ব-মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ।।
আমি আল্লার ডাকে ছুটে যাই
বাণী
পুরুষ : আমি আল্লার ডাকে ছুটে যাই যবে তুমি মোনাজাত কর গো নীরবে, স্ত্রী : তুমি যে খোদার দেওয়া সওগাত মম বেহেশ্তের সাথি।। পুরুষ : তুমি হেরেমের বন্দিনী নহ তুমি যে ঘরের বাতি। স্ত্রী : তুমি যে ঈদের চাঁদ! তব তরে জাগিয়া কাটাই রাতি।। পুরুষ : তুমি নারী আগে আনিলে ঈমান দ্বীন ইসলাম ‘পরে, স্ত্রী : তুমি যে বিজয়ী খোদার রহম আনিয়াছ জয় ক’রে! পুরুস : আজি দুর্বল মোরা তোমারে ত্যজিয়া স্ত্রী : দাঁড়াইব পাশে উঠহ জাগিয়া, উভয়ে : হাতে হাত ধরি’ চলি যদি মোরা জাগিবে নূতন জাতি — দুনিয়া আবার উঠিবে মাতি’।।
আজকে না হয় একটি কথা
বাণী
আজকে না হয় একটি কথা কইলে আবার মোর সাথে। ওগো একটু না হয় বসলে এসে এই পাথরের পৈঠাতে।। শুধুই কি গো আমার আঁখি ঝিমায় মদির স্বপ্ন মাখি’, ওগো তোমার কি চোখ ধরে নাকো ঢুলতে নেশার মৌতাতে।। আজকে তোমার নয়ন আমার নয়ন হেরি’ লজ্জা পায়, আজকে তোমার মুখের কথা শুধু্ই কি গো মুখ রাঙায়? ফাগুন হাওয়ার দোদুল দোলায় এই যে এসে দোল দিয়ে যায় — ওগো মোরাই কি গো দুল্ব শুধু মান বিরহের দোল্নাতে।।
মরু সাহারা আজি মাতায়োরা
বাণী
মরু সাহারা আজি মাতায়োরা — হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল। যাঁহার নামে যাঁহার ধ্যানে সারা দুনিয়া দীওয়ানা, প্রেমে মশগুল।। যাঁহার আসার আশাতে অনুরাগে নীরস খর্জুর তরুতে রস জাগে, তপ্ত মরু’পরে খোদার রহম্ ঝরে, হাসে আকাশ পরিয়া চাঁদের দুল।। ছিল এ ত্রিভুবন যাঁহার পথ চাহি’ এলে রে সেই নবী ‘ইয়া উম্মতি’ গাহি’, যতেক গুম্রাহে নিতে খোদার রাহে এলো ফুটাতে দুনিয়াতে ইসলামি ফুল।।