কেমনে রাখি আঁখি–বারি চাপিয়া
বাণী
কেমনে রাখি আঁখি–বারি চাপিয়া প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া।। এ ভরা ভাদরে আমার মরা নদী উথলি’ উথলি’ উঠিছে নিরবধি আমার এ ভাঙা ঘটে, আমার এ হৃদিতটে চাপিতে গেলে ওঠে দু’কূল ছাপিয়া।। নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি জল লুকাবো কত কাজল মাখি’ মাখি’ ছলনা ক’রে হাসি, অমনি জলে ভাসি ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া।।
কোথায় তখত তাউস কোথায় সে বাদশাহী
বাণী
কোথায় তখত তাউস, কোথায় সে বাদশাহী। কাঁদিয়া জানায় মুসলিম ফরিয়াদ ইয়া ইলাহী।। কোথায় সে বীর খালিদ, কোথায় তারেক মুসা নাহি সে হজরত আলী, সে জুলফিকার নাহি।। নাহি সে উমর খত্তাব, নাহি সে ইসলামী জোশ করিল জয় যে দুনিয়া, আজি নাহি সে সিপাহি।। হাসান হোসেন সে কোথায়, কোথায় বীর শহীদান — কোরবানি দিতে আপনায় আল্লার মুখ চাহি'।। কোথায় সে তেজ ঈমান, কোথায় সে শান-শওকত, তকদীরে নাই সে মাহতাব, আছে প'ড়ে শুধু সিয়াহি।।