বদ্না গাড়ুতে বসে মুখোমুখী
বাণী
বদ্না গাড়ুতে বসে মুখোমুখী দিব্বি হয়েছে ভাব! বদনা চাহিছে শুক্তুনী আর – চাহিছে গাড়ু কাবাব।। গাড়ু বলে এসো বদনা ভাইটি হোক শুভ চোখাচোখি। তুমি মোর হাতে পেঁয়াজ দাও আর আমি দিই হরতকি।। [শুনে বদনা ভাবে গদগদ হয়ে বলছেন ‘গাড়ুদাদা দাড়িতে একবার টিকিতে বুলাও না’] ও গাড়ু দাদা দাড়িতে বুলাও টিকি – ছুরি ও নাদ্না রাখি দোঁহে এসো আস্নাই করা শিখি।। [গাড়ু তখন ভাব জমিয়ে বলছেন] পাখিদের মাঝে বামুন যে রাম পাখি। কেননা মাথায় উহার জবা-ফুল বাঁধা টিকি দেখ নাকি তাহা দেখ নাকি? [বদনা তখন বদন ব্যাদন করে বলছেন] ও তো টিকি নয় দাদা ও যে তুর্কী ফেজ্। পাখিদের মাঝে উনি মোল্লাজী হ্যাঁদু নয় হরগেজ।। [গাড়ু তখন বদনার পিঠে নল বুলিয়ে বলছেন] হাতে দিব ক্ষীর নাড়ু ভাই, ছেড়ে দাও খাওয়া ঐ বড়টা। [শুনে বদনা অবাক – বল্লে] রে মদনা তাহলে কি দিয়ে খাইব পরটা? গাড়ু বলে, আহা দোস্তীর তরে ছাড়িতে হয়। এসা দাদা এসো জড়াজড়ি করি বদ্না গড়ায়ে কয়।। জড়াজড়ি থেকে গড়াগড়ি দুই নলে প্রেমবারি ঝরে। সেই ভাব দেখে বিদেশী কেটলী রাগে টগবগ করে।।
‘ভাই ভাই এক-ঠাঁই’
মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
বাণী
মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে সুন্দর শ্যাম হে আমি মরিতে চাহি ঝরি' তব চরণে সুন্দর শ্যাম হে। ওগো সুন্দর শ্যাম হে।। মোর ক্ষণিক এ জীবন নিশি শেষে প্রিয় ঝ'রে যাব গো স্রোতে ভেসে বঁধু কাছে এসে ছুয়ো ভালবেসে জাগায়ো প্রেম-মধু গোপন মনে সুন্দর শ্যাম হে।। তব সরস পরশ দিয়ে মনোহর মোর এ তনু রঙে রসে পূর্ণ করো আমি তোমার বুকে রবো পরম সুখে ঝরিব প্রিয়, চাহি' তব নয়নে সুন্দর শ্যাম হে।। মোর বিদায় বেলা ঘনায়ে আসে মোর প্রাণ কাদেঁ মিলন-পিয়াসে এই বিরহ মম ওগো প্রিয়তম, মিটিবে সে কোন শুভ লগনে, সুন্দর শ্যাম হে।।
উম্মত আমি গুনাহগার
বাণী
উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার। আহমদ আমার নবী যিনি খোদ্ হবিব খোদার।। যাঁহার উম্মত্ হ’তে চাহে সকল নবী, তাঁহারি দামন ধরি’ পুলসরাত হব পার।। কাঁদিবে রোজ হাশরে সবে যবে ‘নফ্সি য়্যা নফ্সি’ রবে, ‘য়্যা উম্মতী’ ব’লে একা কাঁদিবেন আমার মোখতার।। কাঁদিবেন সাথে মা ফাতেমা ধরিয়া আরশ্ আল্লার। হোসায়নের খুনের বদলায় মাফী চাই পাপী সবাকার। দোজখ্ হয়েছে হারাম যে-দিন পড়েছি কলেমা। যেদিন হয়েছি আমি কোরানের নিশান-বর্দার।।
এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
বাণী
এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল।। এই একমাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল।। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ। ভোগ বিলাসে মাখলি যে পাঁক রমজানে তা হবে রে সাফ এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল।।